টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি ডিজিটাল উদ্বাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) অতনু বড়–য়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।

এর আগে মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদর উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বাবনী বিষয় নিয়ে ১৯ টি স্টল অংশ নেয়।
বিজনেস বাংলাদেশ / হাবিব



















