০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

‘কমিউনিটি এক্টিভিষ্ট’ বিশেষ সম্মানে ভূষিত হলেন শাহানূর চৌধুরী

যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সমাজকর্মী প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব শাহানূর চৌধুরী এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের পক্ষ থেকে *কমিউনিটি এক্টিভিষ্ট* বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন।

এডিনবড়ার গ্রান্ড শেরাটন হোটেলে ১লা নভেম্বর ২০২২ অনুষ্ঠিত এক আরম্ভর অনুষ্ঠানে তাঁকে এ সম্মানে ভূষিত করা হয়। এ সময়ে স্কটিশ পার্লামেন্ট মেম্বর জ্যাকি বেইলি, এম.এস.পি. ডেপুটি লিডার অব স্কটিশ লেবার পার্টি, ফয়ছল হোসেন চৌধুরী, এম.বি.ই, এম.এস.পি., এসিএফ চেয়ারম্যান ইয়াওর খান, বিবিসি সংবাদ পাঠিকা এ্যান ডেভিসসহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শাহানূর চৌধুরীঃ
১লা আগষ্ট ১৯৪৫ সালে সিলেটের বালাগঞ্জের গহরপুরে জন্মগ্রহণ করেন শাহনূর চৌধুরী। ১৯৭১ সালে মহাণ মুক্তিযুদ্ধকালে শাহানূর চৌধুরী এক টগবগে যুবক দেশ প্রেমিক। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্ভুদ্ধ হয়ে মাতৃভূমিকে স্বাধীন করতে মুক্তিবাহিনীতে যোগদানের উদ্দেশ্যে ১৯৭১ সালের ১লা এপ্রিল নওগা থেকে বালুরঘাট হয়ে পশ্চিম দিনাজপুর এবং মে মাসে ভারতের করিমগঞ্জে গমন করেন। খন্ডকালীন ট্রেনিং শেষে দেশে এসে সিলেট অঞ্চলে পাক আর্মিদের অবস্থান জানা এবং মুক্তিবাহিনীকে তথ্য সরবরাহ করতেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানীর সহচর্যে আসার সুযোগ লাভ করেন এবং স্বাধীনতার পর জেনারেল উসমানীর সহকারী সচিব হওয়ার সুযোগ লাভ করেন।
১৯৮২ সালে শাহানূর চৌধুরী যুক্তরাজ্যে পাড়ি জমান এবং স্থায়ী বসতী স্থাপন করেন। যুক্তরাজ্যে প্রবাসকালীন সময়ে তিনি মাতৃভূমি ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য হয়ে বৃটেনের মূলধারার রাজনীতিতে যুক্ত হন। বাংলাদেশসহ বিশ্বের দরিদ্রপীড়িত দেশগুলোর জন্য বিভিন্ন আপদকালীন যেমন ফান্ড রাইজিং ফর রোহিঙ্গা, সিডর ফ্লাড ডিজাষ্টার আপিল, শ্রিলঙ্কা আর্থকোয়েক আপিলসহ বিভিন্ন দূর্যোগকালীন ফান্ড রাইজিং কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য শাহানূর চৌধুরী বর্তমানে ক্রেইগমিলার কমিউনিটি কাউন্সিল এডিনবড়ার একজন নির্বাচিত কাউন্সিলর, এশিয়ান ওল্ড পিপল্স ফোরাম স্কটল্যান্ডের বোর্ড সদস্য, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশান স্কটল্যান্ডের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ স্কটল্যান্ড শাখার সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ স্কটল্যান্ডের সভাপতিসহ যুক্তরাজ্যের বিভিন্ন চ্যারিটি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে মানবতার কাজে নিয়োজিত রয়েছেন।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

ট্যাগ :

‘কমিউনিটি এক্টিভিষ্ট’ বিশেষ সম্মানে ভূষিত হলেন শাহানূর চৌধুরী

প্রকাশিত : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সমাজকর্মী প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব শাহানূর চৌধুরী এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের পক্ষ থেকে *কমিউনিটি এক্টিভিষ্ট* বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন।

এডিনবড়ার গ্রান্ড শেরাটন হোটেলে ১লা নভেম্বর ২০২২ অনুষ্ঠিত এক আরম্ভর অনুষ্ঠানে তাঁকে এ সম্মানে ভূষিত করা হয়। এ সময়ে স্কটিশ পার্লামেন্ট মেম্বর জ্যাকি বেইলি, এম.এস.পি. ডেপুটি লিডার অব স্কটিশ লেবার পার্টি, ফয়ছল হোসেন চৌধুরী, এম.বি.ই, এম.এস.পি., এসিএফ চেয়ারম্যান ইয়াওর খান, বিবিসি সংবাদ পাঠিকা এ্যান ডেভিসসহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শাহানূর চৌধুরীঃ
১লা আগষ্ট ১৯৪৫ সালে সিলেটের বালাগঞ্জের গহরপুরে জন্মগ্রহণ করেন শাহনূর চৌধুরী। ১৯৭১ সালে মহাণ মুক্তিযুদ্ধকালে শাহানূর চৌধুরী এক টগবগে যুবক দেশ প্রেমিক। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্ভুদ্ধ হয়ে মাতৃভূমিকে স্বাধীন করতে মুক্তিবাহিনীতে যোগদানের উদ্দেশ্যে ১৯৭১ সালের ১লা এপ্রিল নওগা থেকে বালুরঘাট হয়ে পশ্চিম দিনাজপুর এবং মে মাসে ভারতের করিমগঞ্জে গমন করেন। খন্ডকালীন ট্রেনিং শেষে দেশে এসে সিলেট অঞ্চলে পাক আর্মিদের অবস্থান জানা এবং মুক্তিবাহিনীকে তথ্য সরবরাহ করতেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানীর সহচর্যে আসার সুযোগ লাভ করেন এবং স্বাধীনতার পর জেনারেল উসমানীর সহকারী সচিব হওয়ার সুযোগ লাভ করেন।
১৯৮২ সালে শাহানূর চৌধুরী যুক্তরাজ্যে পাড়ি জমান এবং স্থায়ী বসতী স্থাপন করেন। যুক্তরাজ্যে প্রবাসকালীন সময়ে তিনি মাতৃভূমি ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য হয়ে বৃটেনের মূলধারার রাজনীতিতে যুক্ত হন। বাংলাদেশসহ বিশ্বের দরিদ্রপীড়িত দেশগুলোর জন্য বিভিন্ন আপদকালীন যেমন ফান্ড রাইজিং ফর রোহিঙ্গা, সিডর ফ্লাড ডিজাষ্টার আপিল, শ্রিলঙ্কা আর্থকোয়েক আপিলসহ বিভিন্ন দূর্যোগকালীন ফান্ড রাইজিং কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য শাহানূর চৌধুরী বর্তমানে ক্রেইগমিলার কমিউনিটি কাউন্সিল এডিনবড়ার একজন নির্বাচিত কাউন্সিলর, এশিয়ান ওল্ড পিপল্স ফোরাম স্কটল্যান্ডের বোর্ড সদস্য, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশান স্কটল্যান্ডের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ স্কটল্যান্ড শাখার সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ স্কটল্যান্ডের সভাপতিসহ যুক্তরাজ্যের বিভিন্ন চ্যারিটি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে মানবতার কাজে নিয়োজিত রয়েছেন।

বিজনেস বাংলাদেশ / বিএইচ