শুক্রবার হওয়ায় সম্মেলনস্থলেই জামাতে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। সে ক্ষেত্রে সমাবেশে অংশ নিতে আসা বিপুলসংখ্যক মানুষের জন্য নামাজের ব্যবস্থা না হলে জুমার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বিষয়টি বিবেচনায় রেখে মহাসমাবেশের মাঠেই জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কেউ চাইলে বাইরে গিয়ে তাদের সুবিধামতো মসজিদে নামাজ আদায় করতে পারবেন।
দেশের প্রথম যুব সংগঠন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে শুক্রবার ১১ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি দাবি করেছে, মহাসমাবেশ সফল করতে সারাদেশ থেকে ১০ লাখের বেশি লোক অংশ নেবে। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল-স্লোগান নিয়ে সমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, সারাদেশ থেকে আমাদের লাখ লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন। অনেকে সকালেই সেখানে প্রবেশ করবেন। বিষয়টি চিন্তা করে আমরা সমাবেশস্থলেই জুমার নামাজের ব্যবস্থা রেখেছি। অবশ্য যদি কেউ চান বাইরে গিয়ে নামাজ পড়তে, সেই সুযোগও থাকবে।
বিজনেস বাংলাদেশ / হাবিব