নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) তে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে বা হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে।১০ নভেম্বর ( বৃহস্পতিবার) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নোবিপ্রবির ব্যবসা প্রশাসনের বিভাগের উদ্যোগে ” আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে ” পালন করা হয়।
আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ২ এর সামনে থেকে আনন্দ র্যালি বের করে ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আনন্দ র্যালিটির নেতৃত্ব প্রদান করেন নোবিপ্রবি ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, সহকারী অধ্যাপক শফিকুল আলম , সহকারী অধ্যাপক জেনিফার ইয়াসমিন, সহকারী অধ্যাপক সুমন কুমার দাস সহ বিভাগের শিক্ষকবৃন্দ৷
আনন্দ র্যালিটি একাডেমিক ভবন ২ এর সামনে থেকে বের হয়ে নোবিপ্রবি প্রশাসনিক ভবন ও গোলচত্তর ঘুরে আবার একাডেমিক ভবন ২ এর সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালি শেষে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত মাল্টিমিডিয়া কনফারেন্স মিটিং এ অংশগ্রহণ করেন শিক্ষক ও শিক্ষার্থী।
উল্লেখ, প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা এ দিবস পালন করেন। বাংলাদেশে এ উপলক্ষে পেশাদার হিসাববিদ ও নিরীক্ষকদের সংগঠন দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে।
১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে ‘অ্যাকাউন্টিং ডে’ প্রথম পালন করা হয়। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউট্যান্টস এবং সার্টিফায়েড পাবলিক অ্যাকাউট্যান্টের (সিপিএ) ক্যালিফোর্নিয়া সোসাইটি সান দিয়াগো চ্যাপ্টার এ দিবস প্রথম পালন করে। অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালিয়ান লুকা প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ (পাটিগণিত, জ্যামিতি, অনুপাত এবং সমানুপাতিকতার সমষ্টি) নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। পরে অন্যান্য দেশের হিসাববিদরাও এ দিবসটি পালন শুরু করেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইফ্যাক) প্রতি বছর ১০ নভেম্বর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে পালন করে। তবে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) দিনটি ‘অ্যাকাউন্ট্যান্সি এডুকেশন ডে’ হিসেবে পালন করে। বাংলাদেশে আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ বাংলাদেশ, সিজিএ, চার্টার্ড অফিসার লিমিটেড পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করে।
পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে।
বিজনেস বাংলাদেশ / হাবিব