১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রাজধানীতে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দারুস সালামে সরকারি কোয়ার্টারের একটি ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, নিহতরা হলেন, জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে আসিফা (৯) ও আবিলা (৫)।

তিনি জানান, সরকারি বাংলা কলেজ সংলগ্ন টোলারবাগ এলাকার সি-টাইপ স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জেসমিন আক্তারের স্বামী হাসিবুল হাসান জাতীয় সংসদে চাকরি করেন।

সেলিমুজ্জামান ওই নারীর স্বামীর বরাত দিয়ে বলেন, দরজা ভেতর থেকে বন্ধ দেখে তা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের লাশ দেখতে পান গৃহকর্তা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ সাংবাদিকদের জানান, তিনজনেরই গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

রাজধানীতে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

রাজধানীতে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দারুস সালামে সরকারি কোয়ার্টারের একটি ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, নিহতরা হলেন, জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে আসিফা (৯) ও আবিলা (৫)।

তিনি জানান, সরকারি বাংলা কলেজ সংলগ্ন টোলারবাগ এলাকার সি-টাইপ স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জেসমিন আক্তারের স্বামী হাসিবুল হাসান জাতীয় সংসদে চাকরি করেন।

সেলিমুজ্জামান ওই নারীর স্বামীর বরাত দিয়ে বলেন, দরজা ভেতর থেকে বন্ধ দেখে তা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের লাশ দেখতে পান গৃহকর্তা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ সাংবাদিকদের জানান, তিনজনেরই গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।