নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠায়। মঙ্গলবার সকালে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের পাশে সচিবালয় সড়কে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
নৌমন্ত্রী বলেন, মালিকদের মনে রাখতে হবে শ্রমিক ছাড়া তাদের চলবে না, আবার শ্রমিকদের মনে রাখতে হবে মালিক ছাড়াও তাদের চলবে না। মালিকদের প্রতি আমার আহ্বান শ্রমিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য মালিকদেরই ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুই শ্রমিকদের কথা মনে রেখে প্রথম মে দিবসের ছুটি ঘোষণা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে দেশের আন্দোলনে এ মে দিবস, সেই দেশে মে দিবসের ছুটি ঘোষণা করা হয়নি।
তিনি আরো বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণ এবং সু-শৃঙ্খল। আর এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
এসময় বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলনের কথা উল্লেখ করে শাজাহান খান বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য ২০১৩-১৪-১৫ সালে পেট্রোল বোমার রাজনীতি করেছিল বিএনপি-জামায়াত। পুলিশ-বিজিবি মুক্তিযোদ্ধাসহ শ্রমিকদের হত্যা করেছিল। কিন্তু তারা জানে না সন্ত্রাস করে বিজয় লাভ করা যায় না।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, পাকিস্তান আমলে এ দিবস পালন করা হতো না। বঙ্গবন্ধুই সরকারিভাবে এ দিবসের ছুটি ঘোষণা করেছেন। কিন্তু অনেক প্রতিষ্ঠান এখনো শ্রমিকদের নূন্যতম মজুরি বাস্তবায়ন করেনি। এ কারণে পোশাকখাতে কমিটি গঠন করে দিয়েছি।
তিনি বলেন, যেকোনো শ্রমিক কর্মস্থলের মারা গেলে ২ লাখ টাকা ক্ষতিপুরণের ব্যবস্থা করা হবে। শ্রমিকের কোনো সন্তান মেডিকেল কলেজ, টেক্সাইল বিশ্ববিদ্যালয়সহ জাতীয় প্রতিষ্ঠানে পড়ালেখা করলে তাদের ৩ লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়া হবে ৫০ হাজার টাকা। কোনো শ্রমিক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ১ লাখ টাকা দেওয়া হবে।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর বাংলার মোড় থেকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে একটি র্যালি করা হয়। র্যালিটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয় এ র্যালির আয়োজন করে।
এতে শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

























