০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দেলদুয়ারে শিশুসহ শতাধিক নারী-পুরুষ ডায়েরিয়ায় আক্রান্ত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামে শিশুসহ শতাধিক নারী-পুরুষ ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছে। স্থানীয়দের ধারণা ওই গ্রামের একটি বাড়ীতে ওয়াজ মাহফিলের খিচুরি খাওয়ার পর তারা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে। বিষয়টি বুধবার (১৬ নভেম্বর) ভোর থেকে জানাজানি হলে এলাকায় জুড়ে আতংক বিরাজ করছে।

এদের মধ্যে রাহেলা বেগম (৯৪) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছে । নিহতের পরিবারের দাবি ডায়েরিয়ায় আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। মৃত রাহেলা বেগম দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামের মৃত বিষা চৌধুরীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার (১৩ নভেম্বর) রাতে স্থানীয় আক্কাস মিঞার বাড়িতে এক ওয়াজ মাহফিলে আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল শেষে তবারক হিসেবে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। স্থানীয় বাবুর্চি আব্দুল গণির রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গজিয়াবাড়ী গ্রামের শিশুসহ শতাধিক নারী পুরুষ। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম গজিয়াবাড়ি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন।এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে আক্রান্তদেন দ্রুত চিকিৎসকদের জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিকের বাড়িতে আসতে বলা হচ্ছে।

আলেয়া নামের এক নারী জানান, ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে তিনদিন ধরে গ্রামের শিশু, নারী-পুরুষ ডাইরিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ভোরে অবস্থা আরো মারাত্মক আকার ধারণ করে। অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছে।
ওই গ্রামের রানু বেগম জানান, রোববার রাতে খিচুড়ি খেয়ে তার ছেলে জিহাদ (১৫), শ্বাশুড়ি কদভানু (৬০), জা পারুল (২৫), ভাগ্নি লোপা (১৫) আক্রান্ত হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলছে।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, ওয়াজ মাহফিলের তবারকের খিচুরি খাওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে জানানোর পরে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ পর্যন্ত ২৭০ জনের মতো রোগির চিকিৎসা চলছে। যারা বাড়ি বাড়ি গিয়ে রোগিদের চিকিৎসা দিচ্ছে তাদের ধন্যবাদ জানাই। বর্তমানে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান খান বলেন, আমরা জানতে পেরেছি ডায়ারিয়ায় আক্রান্তরা ওয়াজ মাহফিলে গিয়ে খিচুরি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। গত দুই দিন যাবত ডায়ারিয়া আক্রান্ত হয়েছেন। ডায়ারিয়া পানি বা অন্য যে কোন মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্তদের মধ্যে ৫০ জন গুরুত্বর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর রোগীদের হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, আক্রান্তদের চিকিৎসা দেয়ায় বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে অবস্থা দেখে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ঝিনাইদহে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

দেলদুয়ারে শিশুসহ শতাধিক নারী-পুরুষ ডায়েরিয়ায় আক্রান্ত

প্রকাশিত : ০১:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামে শিশুসহ শতাধিক নারী-পুরুষ ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছে। স্থানীয়দের ধারণা ওই গ্রামের একটি বাড়ীতে ওয়াজ মাহফিলের খিচুরি খাওয়ার পর তারা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে। বিষয়টি বুধবার (১৬ নভেম্বর) ভোর থেকে জানাজানি হলে এলাকায় জুড়ে আতংক বিরাজ করছে।

এদের মধ্যে রাহেলা বেগম (৯৪) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছে । নিহতের পরিবারের দাবি ডায়েরিয়ায় আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। মৃত রাহেলা বেগম দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামের মৃত বিষা চৌধুরীর স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার (১৩ নভেম্বর) রাতে স্থানীয় আক্কাস মিঞার বাড়িতে এক ওয়াজ মাহফিলে আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল শেষে তবারক হিসেবে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। স্থানীয় বাবুর্চি আব্দুল গণির রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গজিয়াবাড়ী গ্রামের শিশুসহ শতাধিক নারী পুরুষ। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম গজিয়াবাড়ি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন।এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে আক্রান্তদেন দ্রুত চিকিৎসকদের জন্য ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিকের বাড়িতে আসতে বলা হচ্ছে।

আলেয়া নামের এক নারী জানান, ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে তিনদিন ধরে গ্রামের শিশু, নারী-পুরুষ ডাইরিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ভোরে অবস্থা আরো মারাত্মক আকার ধারণ করে। অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছে।
ওই গ্রামের রানু বেগম জানান, রোববার রাতে খিচুড়ি খেয়ে তার ছেলে জিহাদ (১৫), শ্বাশুড়ি কদভানু (৬০), জা পারুল (২৫), ভাগ্নি লোপা (১৫) আক্রান্ত হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলছে।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, ওয়াজ মাহফিলের তবারকের খিচুরি খাওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনকে জানানোর পরে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ পর্যন্ত ২৭০ জনের মতো রোগির চিকিৎসা চলছে। যারা বাড়ি বাড়ি গিয়ে রোগিদের চিকিৎসা দিচ্ছে তাদের ধন্যবাদ জানাই। বর্তমানে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান খান বলেন, আমরা জানতে পেরেছি ডায়ারিয়ায় আক্রান্তরা ওয়াজ মাহফিলে গিয়ে খিচুরি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। গত দুই দিন যাবত ডায়ারিয়া আক্রান্ত হয়েছেন। ডায়ারিয়া পানি বা অন্য যে কোন মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্তদের মধ্যে ৫০ জন গুরুত্বর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর রোগীদের হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, আক্রান্তদের চিকিৎসা দেয়ায় বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে অবস্থা দেখে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব