০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

“অ্যামাজন ডট কম” এর নতুন সেবা

ক্রেতারা চাইলে ক্রেতাদের গাড়িতেও পণ্য পৌঁছে দেবে অ্যামাজন। এ জন্য নিজেদের ‘অ্যামাজন কি’ ডেলিভারি সেবার পরিধি বাড়ানোরও ঘোষণা দিয়েছে “অ্যামাজন ডট কম”। ‘অ্যামাজন কি’ ডেলিভারি সেবাটিতে নির্দিষ্ট ক্রেতাদের বাসায় স্মার্টলক এবং ক্যামেরাযুক্ত ডিভাইস বসানো থাকে। ফলে ব্যবহারকারীরা না থাকলেও অ্যামাজনের কর্মীরা ঠিকই সময়মতো পণ্য রেখে আসতে পারে। এটির নিরাপত্তাব্যবস্থাও বেশ শক্তিশালী। কেবল ব্যবহারকারীরা অনুমতি দিলেই অ্যাপনিয়ন্ত্রিত লক খোলা যায়। অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পাওয়া ডেলিভারি সেবাটি এবার ব্যবহারকারীদের গাড়ি পর্যন্ত নিয়ে যেতে চায় অ্যামাজন। নতুন এ সুযোগ কাজে লাগিয়ে ঘরের বদলে গাড়িতেও পণ্য সংগ্রহ করা যাবে। চাইলে এক শহর থেকে অন্য শহরে চলাচলের সময়ও এ সুযোগ মিলবে। তবে এ জন্য অবশ্যই গাড়ির পেছনের ডালাতে ‘অ্যামাজন কি’ বসাতে হবে।

সূত্র : ম্যাশেবল

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

“অ্যামাজন ডট কম” এর নতুন সেবা

প্রকাশিত : ০৪:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮

ক্রেতারা চাইলে ক্রেতাদের গাড়িতেও পণ্য পৌঁছে দেবে অ্যামাজন। এ জন্য নিজেদের ‘অ্যামাজন কি’ ডেলিভারি সেবার পরিধি বাড়ানোরও ঘোষণা দিয়েছে “অ্যামাজন ডট কম”। ‘অ্যামাজন কি’ ডেলিভারি সেবাটিতে নির্দিষ্ট ক্রেতাদের বাসায় স্মার্টলক এবং ক্যামেরাযুক্ত ডিভাইস বসানো থাকে। ফলে ব্যবহারকারীরা না থাকলেও অ্যামাজনের কর্মীরা ঠিকই সময়মতো পণ্য রেখে আসতে পারে। এটির নিরাপত্তাব্যবস্থাও বেশ শক্তিশালী। কেবল ব্যবহারকারীরা অনুমতি দিলেই অ্যাপনিয়ন্ত্রিত লক খোলা যায়। অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পাওয়া ডেলিভারি সেবাটি এবার ব্যবহারকারীদের গাড়ি পর্যন্ত নিয়ে যেতে চায় অ্যামাজন। নতুন এ সুযোগ কাজে লাগিয়ে ঘরের বদলে গাড়িতেও পণ্য সংগ্রহ করা যাবে। চাইলে এক শহর থেকে অন্য শহরে চলাচলের সময়ও এ সুযোগ মিলবে। তবে এ জন্য অবশ্যই গাড়ির পেছনের ডালাতে ‘অ্যামাজন কি’ বসাতে হবে।

সূত্র : ম্যাশেবল