সৈয়দ আবুল হোসেন একাডেমিতে বার্ষিক সমাপনী অনুষ্ঠান

মাদারীপুরের কালকিনি উপজেলার আবুল কালাম আজাদ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ৬ষ্ঠ থেকে নবম শ্রেনি পর্যন্ত বার্ষিক পাঠদান সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ নভেন্বর মঙ্গলবার দুপুরে একাডেমীর হল রুমে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা।
বিশেষ অতিথি আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাসানুল হক সিরাজী,কাউন্সিলর মোঃ ইউনুছ আলী হাওলাদার,ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত হোসেন লিটন। সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারিপ্রিধান শিক্ষক মোঃ ইউনুছ আলী,ধর্মীয় শিক্ষক আবুল বাসার,বিএসসি সিনিয়র শিক্ষক জামাল হোসেন,সিনিয়র শিক্ষক মমতাজ বেগম,সিনিয়র শিক্ষক হেমায়েত হোসেন,সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান,সিনিয়র শিক্ষক তরুন কান্তি দে,অশ্রুকুমার অধিকারী,পরিতোষ মন্ডল,সমতল গাইন,কামরুল ইসলাম,হাসিনা পারভিন,তাপস কুমার মজুমদার,শহিদুল ইসলাম,শাওন রেজা,মাসুদ রেজা ও কবির হোসেনসহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।