০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বুবলীকে প্রেমের তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন শাকিব

প্রেমের প্রতীক বলা হয় যে তাজমহলকে, তা দেখতে স্ত্রী শবনম বুবলীকে নিয়ে গিয়েছিলেন শাকিব খান। সেটা অল্প সময়ের জন্য।
হুট করেই গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার একটি প্রিয় ছবি পোস্ট করে এই ঘটনা শেয়ার করেছেন নায়িকা।

সেটা বুবলীর ভাষ্যে এমন, ‘যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার।’

স্ট্যাটাসে বুবলী যেহেতু বিয়ের পর এই ভ্রমণের কথা জানিয়েছেন, অনেকের ধারণা এটাই ছিল শাকিব-বুবলী জুটির হানিমুন।

শবনম বুবলী এখন বেশ ফুরফুর মেজাজেই আছেন। এবারের জন্মদিনে সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের থেকে; সেটি ডায়মন্ডের নাকফুল। বিশেষ দিনের এক সপ্তাহ আগে এই উপহার দিয়েছেন ঢালিউড খান।

শাকিব খান ও শবনম বুবলীর সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ধরনের ঘটনা সামনে এসেছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

বুবলীকে প্রেমের তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন শাকিব

প্রকাশিত : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

প্রেমের প্রতীক বলা হয় যে তাজমহলকে, তা দেখতে স্ত্রী শবনম বুবলীকে নিয়ে গিয়েছিলেন শাকিব খান। সেটা অল্প সময়ের জন্য।
হুট করেই গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার একটি প্রিয় ছবি পোস্ট করে এই ঘটনা শেয়ার করেছেন নায়িকা।

সেটা বুবলীর ভাষ্যে এমন, ‘যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার।’

স্ট্যাটাসে বুবলী যেহেতু বিয়ের পর এই ভ্রমণের কথা জানিয়েছেন, অনেকের ধারণা এটাই ছিল শাকিব-বুবলী জুটির হানিমুন।

শবনম বুবলী এখন বেশ ফুরফুর মেজাজেই আছেন। এবারের জন্মদিনে সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের থেকে; সেটি ডায়মন্ডের নাকফুল। বিশেষ দিনের এক সপ্তাহ আগে এই উপহার দিয়েছেন ঢালিউড খান।

শাকিব খান ও শবনম বুবলীর সন্তান ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ধরনের ঘটনা সামনে এসেছে।

বিজনেস বাংলাদেশ/ bh