ট্রাফিক আইন অমান্যকারী গাড়িচালকদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ও বিআরটিএ যৌথভাবে অভিযানে ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এসময় তাদেরকে ৫৩ হাজার টাকা জরিমানাও করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর মিরপুর ১ ও ২ নম্বর, কল্যাণপুর, শ্যামলী, মানিকমিয়া এভিউনিউয়ে এ অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। এ সময় লাইসেন্সহীন ১০ চালককে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

বিআরএটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর ট্রাফিক পশ্চিম বিভাগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান চালানো হয়। যৌথ অভিযানে ২৪টি মামলায় ১০জন চালককে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আর জরিমানা করা হয়েছে ৫৩ হাজার টাকা। এ সময় তিনটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। পর্যায়ক্রমে ডিএমপি’র অন্যান্য ট্রাফিক বিভাগে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলও জানান তিনি।


























