গত ২০ নভেম্বর ২২ ইং পূর্ব পরিকল্পনা মোতাবেক ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংঘটন “আনসার-আল-ইসলাম” এর মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত জঙ্গি আসামী ছিনতাই ঘটনায় গ্রেফতারকৃত মেহেদী হাসান অমি রাফি প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। মেহেদী হাসান অমি রাফি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার-আল-ইসলাম” এর শীর্ষ নেতা বরখাস্তকৃত মেজর জিয়ার সাথে সমন্বয় পূর্বক সংগঠনের আসকরি শাখার সদস্যদের রিক্রুট করে। এদের মধ্যে ছিনতাইকৃত পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামী মইনুল হাসান শামিম সিফাত সামির ইমরান (২৪) ও মামলার এজাহার নামীয় মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামী মোজাম্মেল হোসেন সাইমন (২৫) যার সাংগঠনিক নাম-শাহরিয়ার। গ্রেফতারকৃত মেহেদী হাসান অমি রাফি সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতো। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৩ নভেম্বর ২২ ইং ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণ হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার-আল-ইসলাম” এর সদস্য মেহেদী হাসান অমি রাফি (২৪)কে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার-আল-ইসলাম” এর শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামীদেরকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান অমি @ রাফি আদালতে জঙ্গি আসামীদের বিচারাধীন মামলায় নিয়মিত হাজিরা দেওয়ার সময় অন্যান্য আসামীদের সাথে যোগাযোগ করতো এবং তাদেরকে সংগঠনের পরিকল্পনার কথা জানায়। সংগঠনের পূর্ব পরিকল্পনা বাস্তবায়নে গত ২২ নভেম্বর ২২ ইং গ্রেফতারকৃত মেহেদী হাসান অমি রাফি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামীদের ছিনতাইয়ের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামীদের পলায়নে সহযোগিতা করে। গ্রেফতারকৃত মেহেদী হাসান অমি রাফি এর বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর, সূত্রাপুর এবং বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে ৩ টি মামলা রুজু হয়। এছাড়াও ২০১০ এবং ২০১২ সালে সিলেট কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে ২ টি মামলা রয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি আসামীদের ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি’র কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান জানান,ডিএমপির সিটিটিসি’র সিটি ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার এসএম নাজমুল হক এর দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত মেহেদী হাসান গ্রেফতার
-
মাসুদ রানা
- প্রকাশিত : ০৪:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
- 80
ট্যাগ :
জনপ্রিয়