০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ নিহত ৪

টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী সহোদর দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এ সময় অপর দিক বরইতলা থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী ইজিবাইক ওই দুই গাড়ির মাঝে চাপা পড়ে। এতে ইজিবাইকে থাকা যাত্রী আপন দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায় সামনের এবং জানালার কাচ ভেঙে বেশ কিছু যাত্রী আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক যাত্রী ইয়ার আলী ও চালক হাসান শেখ মারা যান।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

বিজনেস বাংলাদেশ/এমএফ

জনপ্রিয়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সহোদর দুই ভাইসহ নিহত ৪

প্রকাশিত : ০৭:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী সহোদর দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম মীম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে অভারটেক করতে যায়। এ সময় অপর দিক বরইতলা থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী ইজিবাইক ওই দুই গাড়ির মাঝে চাপা পড়ে। এতে ইজিবাইকে থাকা যাত্রী আপন দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায় সামনের এবং জানালার কাচ ভেঙে বেশ কিছু যাত্রী আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক যাত্রী ইয়ার আলী ও চালক হাসান শেখ মারা যান।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

বিজনেস বাংলাদেশ/এমএফ