এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, বিনিয়োগের সঠিক সময় এখন। আমাদের কৃষি, চামড়া, সিরামিক, টেক্সটাইলসহ অনেক খাত রয়েছে। যাতে করে সহজেই আমরা তা রপ্তানি করতে পারি। তাই আপনারা আপনাদের গন্তব্য সঠিক করুন এবং ট্যাক্স হার কমান তাহলেই দুদেশের বাণিজ্য সম্প্রসারিত হবে।
বৃহস্পতিবার এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইআরপি এর আয়োজনে বাংলাদেশ- থাইল্যান্ড এক বিজনেস সম্মেলনে তিনি এসব কথা বলেন।
থাইল্যান্ডের বিনিয়োগকারীদের কাছে আহবান জানিয়ে এফবিসিসিআই’র সভাপতি বলেন, আসুন আমরা যৌথ আয়োজন করি। বাংলাদেশ এখন এলএনজি আমদানি করছে। তাই ভবিষ্যৎ গ্যাসের দাম কমবে বলে আমরা আশা করছি। সকল ধরনের সহযোগিতার জন্য এফবিসিসিআই প্রস্তুত।
মি. কোবসাক পোতরাকোল (দ্যা অফিস অব দ্যা প্রাইম মিনষ্টিার থাইল্যান্ড) বলেন, আমি আশা করি আমাদের দু’দেশের বাণিজ্যিক সর্ম্পক আরও জোরদার হবে। এই দেশে প্রাকৃতিক সম্পদের উন্নয়ন বেশি। তাই খুব তাড়াতাড়ি এই দেশ উন্নত করবে।
কিছুদিন আগে বাংলাদেশ-চীন-ভারত মায়ানমার ইকনোমিক করিডোর প্রস্তাবিত হয়েছে। তাই এটাতে আমরাও অংশগ্রহন করতে চাই। আর এটাতে অংশগ্রহনের ফলে ২/১ দিনের মধ্যে একদেশ থেকে অন্য দেশে পন্য আনা নেয়া করা যাবে। তাছাড়া এটা খরচ কমাতেও সাহায্য করবে।

























