রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটি ক্রাইমসিন, এখানে আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিশেষজ্ঞ টিম ছাড়া সবার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বলেন, এখান থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে, আরও অনেক অনেক কিছু থাকতে পারে। সেটার জন্যে আমাদের বিশেষজ্ঞরা কাজ করছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত এখানে কারো প্রবেশের অনুমতি নেই। তবে স্থানীয় বাসিন্দা বা অফিসে নিজের পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলে নিশ্চিন্তে প্রবেশ করতে পারবেন।
ডিএমপির যুগ্ম-কমিশনার আরও বলেন, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা গ্রেফতার করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার কারও কারও বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা ছিল, তাদের গ্রেফতার দেখানো হবে। তবে সবার নামেই নতুন করে মামলা হবে। তাছাড়া অনেককে অজ্ঞাত আসামি করা হবে।