০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

১ হাজার ৩৭৪টি ড্রোন উড়িয়ে ‘গিনেস বুকে’ নাম লেখালো চীন

সম্প্রতি চীনে রাতের আকাশকে আলোকিত করেছে এক হাজার ৩৭৪টি আলোকিত ড্রোন। চীনের ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট উট, বুদ্ধ, দ্রুতগতির ট্রেনসহ ১৬টি থ্রি ডি ফরমেশনের ভিন্নধর্মী দৃষ্টিনন্দন সব ডিজাইন নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় ওই প্রদর্শনীতে।

এমন অভিনব, মনোমুগ্ধকর ড্রোন আলোক প্রদর্শনীর সাক্ষী হয়েছেন চীনের পর্যটন শহর জিয়ানের বাসিন্দারা। চীনা ড্রোন কোম্পানি ইহাংয়ের এই শো’র আয়োজন করে। ১৩ মিনিটের ছন্দময় ড্রোন আলোক প্রদর্শনী হয় এক কিলোমিটার এলাকাজুড়ে। ওই ড্রোনগুলো মূলত ভিডিও ও চিত্রধারণের কাজে ব্যবহার হয়। এমন ড্রোন শো’তে মুগ্ধ সবাই। এমন চমৎকার ড্রোন শো’র মাধ্যমে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লেখালো চীন।

ভিডিও দেখতে :

https://youtu.be/4mHDDG3FCjs

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

১ হাজার ৩৭৪টি ড্রোন উড়িয়ে ‘গিনেস বুকে’ নাম লেখালো চীন

প্রকাশিত : ০৭:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮

সম্প্রতি চীনে রাতের আকাশকে আলোকিত করেছে এক হাজার ৩৭৪টি আলোকিত ড্রোন। চীনের ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট উট, বুদ্ধ, দ্রুতগতির ট্রেনসহ ১৬টি থ্রি ডি ফরমেশনের ভিন্নধর্মী দৃষ্টিনন্দন সব ডিজাইন নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় ওই প্রদর্শনীতে।

এমন অভিনব, মনোমুগ্ধকর ড্রোন আলোক প্রদর্শনীর সাক্ষী হয়েছেন চীনের পর্যটন শহর জিয়ানের বাসিন্দারা। চীনা ড্রোন কোম্পানি ইহাংয়ের এই শো’র আয়োজন করে। ১৩ মিনিটের ছন্দময় ড্রোন আলোক প্রদর্শনী হয় এক কিলোমিটার এলাকাজুড়ে। ওই ড্রোনগুলো মূলত ভিডিও ও চিত্রধারণের কাজে ব্যবহার হয়। এমন ড্রোন শো’তে মুগ্ধ সবাই। এমন চমৎকার ড্রোন শো’র মাধ্যমে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লেখালো চীন।

ভিডিও দেখতে :

https://youtu.be/4mHDDG3FCjs