০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

রেলওয়ের নতুন মহাপরিচালক কামরুল আহসান

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান। ১১ ডিসেম্বর রোববার রেলের বর্তমান ডিজি ডি এন মজুমদার অবসরে যাবেন। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব সালমা পারভীনের সই করা প্রজ্ঞাপনে নতুন ডিজি নিয়োগের তথ্য জানানো হয়। এ আদেশ ১১ ডিসেম্বর রোববার থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

মো. কামরুল আহসান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত আছেন। এর আগে তিনি রেলের পুরকৌশল বিভাগের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে ১৯৯১ সালে রেলওয়েতে যোগদান করেন। ২০২৪ সালের মার্চে তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

এর আগে কামরুল আহসান ও আরও একজন দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা থাকার পরও তৃতীয় গ্রেডের এক কর্মকর্তাকে রেলের মহাপরিচালক নিয়োগের আলোচনা শুরু হয়। এর মধ্যে তৃতীয় গ্রেডের কর্মকর্তা মঞ্জুর উল আলম চৌধুরীকে পদোন্নতি দিতে রেলমন্ত্রী নূরুল ইসলাম আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে। সমালোচনার মুখে শেষমেশ রেলমন্ত্রী যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকেই কামরুল আহসানকে ডিজি পদে নিয়োগ দিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

রেলওয়ের নতুন মহাপরিচালক কামরুল আহসান

প্রকাশিত : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান। ১১ ডিসেম্বর রোববার রেলের বর্তমান ডিজি ডি এন মজুমদার অবসরে যাবেন। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব সালমা পারভীনের সই করা প্রজ্ঞাপনে নতুন ডিজি নিয়োগের তথ্য জানানো হয়। এ আদেশ ১১ ডিসেম্বর রোববার থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

মো. কামরুল আহসান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত আছেন। এর আগে তিনি রেলের পুরকৌশল বিভাগের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে ১৯৯১ সালে রেলওয়েতে যোগদান করেন। ২০২৪ সালের মার্চে তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।

এর আগে কামরুল আহসান ও আরও একজন দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা থাকার পরও তৃতীয় গ্রেডের এক কর্মকর্তাকে রেলের মহাপরিচালক নিয়োগের আলোচনা শুরু হয়। এর মধ্যে তৃতীয় গ্রেডের কর্মকর্তা মঞ্জুর উল আলম চৌধুরীকে পদোন্নতি দিতে রেলমন্ত্রী নূরুল ইসলাম আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে। সমালোচনার মুখে শেষমেশ রেলমন্ত্রী যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকেই কামরুল আহসানকে ডিজি পদে নিয়োগ দিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব