রাজধানীর কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে সাহিদা খাতুন নামে এক মা খুন হয়েছেন। এসময় ছেলে ঘাতক তাজুল ইসলাম মন্ডলকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার ভোররাতে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘাতক তাজুল ইসলাম একজন মাদকসেবী। মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে তাকে ছুরিকাঘাত করে খুন করে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


























