০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

প্রস্তুতি নিচ্ছে আন্তজার্তিক বাণিজ্যমেলার। পূর্বাচলে এবার বসবে বাণিজ্যমেলার ২৭ তম আসর। আর মাত্র ১৬ দিন পরেই শুরু হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে আন্তজার্তিক বাণিজ্যমেলা। বছরের শুরুতেই মানুষের কেনা-কাটাসহ আনন্দের অনুষঙ্গ হিসেবে উপস্থাপিত হয় এই আয়োজন। এবার মেলায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ছে। আগামী পহেলা জানুয়ারী উদ্ধোধন করা হবে আন্তজার্তিক বাণিজ্যমেলার। প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৯ টা পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে,গত ১ নভেম্বর থেকে মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্রস্তুতির কাজ হবে। ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ তম এ আসরের উদ্বোধন করবেন। পূর্বাচলে আসলেই চোখে পড়বে বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি। তৈরি হচ্ছে প্যাভেলিয়ান আর স্টল। বেশিরভাগ প্যাভেলিয়ান তৈরি হচ্ছে স্টিল দিয়ে। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ভেতরে বাইরে চলছে রাস্তা নির্মাণ, পানির পাইপ বসানো, লাইট লাগানো আর গেইট নির্মাণের কাজ। গত বছর বেশ সাড়া পাওয়ার পর এবার দেশীয় কোম্পানিগুলো ক্রেতা আকর্ষণ করতে বাড়াচ্ছে প্যাভেলিয়ান ও স্টলের সংখ্যা। এসব তৈরি করতে নিরাপত্তার কথা মাথায় রাখছে কর্তৃপক্ষ। আয়োজক সূত্রে জানায়, মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য থাকবে দুটি গেট। এছাড়া ভিআইপিদের আসা-যাওয়ার জন্য পৃথক গেট রাখা হবে।

অপরদিকে বিআরটিসি সূত্রে জানা গেছে, বাণিজ্যমেলাকে কেন্দ্র করে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের মেলাকেন্দ্র পর্যন্ত মাসজুড়ে এই রুটে বিআরটিসির ৩০টি বাস চলাচল করবে। এ বিষয়ে এরইমধ্যে চিঠি দিয়েছে ইপিবি। এতে সহজেই কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলাকেন্দ্রে যেতে পারবেন দর্শনার্থীরা।

সরেজমিনে পূর্বাচলের বাণিজ্যমেলার মাঠ ঘুরে দেখা যায়, মেলার প্যাভিলিয়ন ও স্টল নির্মাণসহ অন্যান্য কাজ শেষ সময়ে দ্রুততার সঙ্গে চলছে। ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। নিয়মিত অগ্রগতি তদারকি করছেন ইপিবির কর্মকর্তারা।

কথা হয় শ্রমিক করিম ও হায়দার আলীর সঙ্গে। তারা বলেন,আমাদের কাজ অইলো স্টল বানানো। আশা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।

নিরাপত্তা কমী রনি মিয়া বলেন, এখানে কেউ আসে না। শ্রমিকরা কাজ করতাছে। খুব তাড়াতাড়ি কাজ শেষ করার নির্দেশ আছে।
সেভয় আইসক্রিমের সিভিল প্রকৌশলি রাহাতুল ইসলাম বলেন, আশা করছি গত বছরের চেয়ে এবার আরো জমে উঠবে মেলা। আমরা ২৫০০ স্কয়ার ফিটের প্যাভিলিয়ান নিয়েছি। ইতোমধ্যে কাজ চলছে।

বেঙ্গল পলিমারের প্রকৌশলী মো.এমরান হোসেন বলেন, এবার আশা করছি ভাল হবে। আমাদের প্যাভিলিয়নের কাজ চলছে।
সূত্র আরো জানায়, মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভেলিয়ান, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরির স্টল থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। থাকবে প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু কেন্দ্র। বিনোদনের জন্য ফোয়ারা, এটিএম বুথ, ই-পার্ক। স্থাপন করা হচ্ছে ২২০ সিসি ক্যামেরা। এছাড়া থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবারের বাণিজ্য মেলায় ১২ টি দেশের ৩৩০ টি প্রতিষ্ঠান অংশ নিবে।

ইপিবি আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন,যোগাযোগ ব্যবস্থা রাখা হয়েছে পর্যাপ্ত গত বছর থেকে বিআরটিসি বাসের ও সংখ্যা বাড়ানো হয়েছে । টিকিটের হার ৪০ টাকা এবং ২০ টাকা করা হয়েছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা গতবার থেকে এবার অনেক বেশি বাড়ানো হয়েছে। স্টল সংখ্যা এবার করা হয়েছে ৩৩০ টি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

প্রকাশিত : ০১:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

প্রস্তুতি নিচ্ছে আন্তজার্তিক বাণিজ্যমেলার। পূর্বাচলে এবার বসবে বাণিজ্যমেলার ২৭ তম আসর। আর মাত্র ১৬ দিন পরেই শুরু হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে আন্তজার্তিক বাণিজ্যমেলা। বছরের শুরুতেই মানুষের কেনা-কাটাসহ আনন্দের অনুষঙ্গ হিসেবে উপস্থাপিত হয় এই আয়োজন। এবার মেলায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ছে। আগামী পহেলা জানুয়ারী উদ্ধোধন করা হবে আন্তজার্তিক বাণিজ্যমেলার। প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৯ টা পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে,গত ১ নভেম্বর থেকে মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্রস্তুতির কাজ হবে। ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ তম এ আসরের উদ্বোধন করবেন। পূর্বাচলে আসলেই চোখে পড়বে বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি। তৈরি হচ্ছে প্যাভেলিয়ান আর স্টল। বেশিরভাগ প্যাভেলিয়ান তৈরি হচ্ছে স্টিল দিয়ে। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ভেতরে বাইরে চলছে রাস্তা নির্মাণ, পানির পাইপ বসানো, লাইট লাগানো আর গেইট নির্মাণের কাজ। গত বছর বেশ সাড়া পাওয়ার পর এবার দেশীয় কোম্পানিগুলো ক্রেতা আকর্ষণ করতে বাড়াচ্ছে প্যাভেলিয়ান ও স্টলের সংখ্যা। এসব তৈরি করতে নিরাপত্তার কথা মাথায় রাখছে কর্তৃপক্ষ। আয়োজক সূত্রে জানায়, মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য থাকবে দুটি গেট। এছাড়া ভিআইপিদের আসা-যাওয়ার জন্য পৃথক গেট রাখা হবে।

অপরদিকে বিআরটিসি সূত্রে জানা গেছে, বাণিজ্যমেলাকে কেন্দ্র করে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের মেলাকেন্দ্র পর্যন্ত মাসজুড়ে এই রুটে বিআরটিসির ৩০টি বাস চলাচল করবে। এ বিষয়ে এরইমধ্যে চিঠি দিয়েছে ইপিবি। এতে সহজেই কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলাকেন্দ্রে যেতে পারবেন দর্শনার্থীরা।

সরেজমিনে পূর্বাচলের বাণিজ্যমেলার মাঠ ঘুরে দেখা যায়, মেলার প্যাভিলিয়ন ও স্টল নির্মাণসহ অন্যান্য কাজ শেষ সময়ে দ্রুততার সঙ্গে চলছে। ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। নিয়মিত অগ্রগতি তদারকি করছেন ইপিবির কর্মকর্তারা।

কথা হয় শ্রমিক করিম ও হায়দার আলীর সঙ্গে। তারা বলেন,আমাদের কাজ অইলো স্টল বানানো। আশা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।

নিরাপত্তা কমী রনি মিয়া বলেন, এখানে কেউ আসে না। শ্রমিকরা কাজ করতাছে। খুব তাড়াতাড়ি কাজ শেষ করার নির্দেশ আছে।
সেভয় আইসক্রিমের সিভিল প্রকৌশলি রাহাতুল ইসলাম বলেন, আশা করছি গত বছরের চেয়ে এবার আরো জমে উঠবে মেলা। আমরা ২৫০০ স্কয়ার ফিটের প্যাভিলিয়ান নিয়েছি। ইতোমধ্যে কাজ চলছে।

বেঙ্গল পলিমারের প্রকৌশলী মো.এমরান হোসেন বলেন, এবার আশা করছি ভাল হবে। আমাদের প্যাভিলিয়নের কাজ চলছে।
সূত্র আরো জানায়, মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভেলিয়ান, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরির স্টল থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। থাকবে প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু কেন্দ্র। বিনোদনের জন্য ফোয়ারা, এটিএম বুথ, ই-পার্ক। স্থাপন করা হচ্ছে ২২০ সিসি ক্যামেরা। এছাড়া থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবারের বাণিজ্য মেলায় ১২ টি দেশের ৩৩০ টি প্রতিষ্ঠান অংশ নিবে।

ইপিবি আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন,যোগাযোগ ব্যবস্থা রাখা হয়েছে পর্যাপ্ত গত বছর থেকে বিআরটিসি বাসের ও সংখ্যা বাড়ানো হয়েছে । টিকিটের হার ৪০ টাকা এবং ২০ টাকা করা হয়েছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা গতবার থেকে এবার অনেক বেশি বাড়ানো হয়েছে। স্টল সংখ্যা এবার করা হয়েছে ৩৩০ টি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব