ময়মমনসিংহ ত্রিশালের পৌরসভা মধ্য বাজার চাওল মহল তথা – মদপপট্টি এলাকায় গতকাল রাত আনুমানিক ২ টায় ভয়াবহ আগুনের সূত্রপাত। এতে ২৯টি দোকান পুড়ে চাওলা, চিনি,তেল আটা, ময়দা, সুজি, বুসি ইত্যাদি বিভিন্ন মনিহারি দ্রব্য ও টিনের চালা সহ ছাই হয়ে যায় । এতে আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে জানা যায় – আগুনের সূত্র পাত ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ। পরবর্তীতে প্রায় ২ ঘন্টা পড়ে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী মানুষের এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে ক্ষতি গ্রস্ত দোকান মালিকগণ দিশেহারা। কিভাবে মিটাবে ঋণের দায় নাকি মাহাজনদের বাকী।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























