নোয়াখালী চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে শীতার্ত গরিব ও সমাজের অবহেলিত বয়স্কদের মধ্যে ছয়’শত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার, ২৮ ডিসেম্বর সকাল দশটায় অ্যাক্টিভ গ্রুপের চেয়ারম্যান,চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান,আওয়ামী লীগের উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউণ্ডেশনের সৌজন্যে সর্বমোট বিশ হাজার শীতবস্ত্র বিতরণ করার পদক্ষেপ নিয়েছেন তারই ধারাবাহিকতায় চাটখিল উপজেলা ও পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার সব কয়টি ইউনিয়ন,পৌরসভায় পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
পাঁচগাও আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ্ আহম্মেদ রাহেলের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইস এম আলী তাহের ইভু,পাঁচগাও ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন,চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর,সাবেক উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন,সাবেক উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামসুল আলম মন্টু,বি.আর.ডি.বি চেয়ারম্যান ভিপি মিজান প্রমুখ।
ইউনিয়নের হেড মাস্টারের পুলের গোড়া থেকে আসা শীতবস্ত্র পেয়ে ষাটোর্ধ্ব বয়সের একজন বলেন,আমি একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল পেয়েছি,আমি জাহাঙ্গীর কবিরের জন্য করি। হোসেন পুর গ্রামের তাজুল ইসলাম নামের এক বাক প্রতিবন্ধীর বয়স্ক মা ছেলের নামের কম্বল পেয়ে বললেন আমার ছেলে বোবা সে অসুস্থ নতুন কম্বল পেয়ে অনেক খুশি হবে।
চাটখিল-সোনাইমুড়ীর প্রতিটি ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি,সাধারণ সম্পাদক সহ আওয়ামী নেতাদের সহযোগিতায় আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব