০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ইনিংস ঘোষণা করায়, খাজা ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত

অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির খুব কাছেই ছিলেন । তবে তাকে তা করতে দিলেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। খাজার ৫ রানের আক্ষেপ রেখেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সিডনিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে প্রথম দিন থেকেই বৃষ্টির বাগড়া ম্যাচটা খেলতে দিচ্ছিল না। প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা হয় মোটে ৪৭ ওভার। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৩১ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৪৭৫ রান তোলে। উসমান খাজা নট-আউট ছিলেন ১৯৫ রানে। বৃষ্টিতে তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।

এরপর চতুর্থ দিনে আবারো বৃষ্টির বাগড়ায় প্রথম সেশনের খেলা হয়নি। তবে শেষমেশ অজি অধিনায়ক ইনিংস ঘোষণা করেন ম্যাচে ফল পাওয়ার জন্য। যার ফলে ক্যারিয়ারের প্রথম দ্বিশত আর পাওয়া হলো না অজি ওপেনারের। খাজা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৯৫ রানে।

এদিকে তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তেমন সুবিধাজনক অবস্থায় নেই দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা চলছে এখন। প্রোটিয়ারা শত রান তোলার আগেই ৪ উইকেট হারিয়ে বসেছে। এমন দ্বিশত রান করার আগে ইনিংস ঘোষণার নজির আছে ভারতের। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকার ১৯৪ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করেছিলেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ইনিংস ঘোষণা করায়, খাজা ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত

প্রকাশিত : ১২:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩

অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির খুব কাছেই ছিলেন । তবে তাকে তা করতে দিলেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। খাজার ৫ রানের আক্ষেপ রেখেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সিডনিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে প্রথম দিন থেকেই বৃষ্টির বাগড়া ম্যাচটা খেলতে দিচ্ছিল না। প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা হয় মোটে ৪৭ ওভার। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৩১ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৪৭৫ রান তোলে। উসমান খাজা নট-আউট ছিলেন ১৯৫ রানে। বৃষ্টিতে তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।

এরপর চতুর্থ দিনে আবারো বৃষ্টির বাগড়ায় প্রথম সেশনের খেলা হয়নি। তবে শেষমেশ অজি অধিনায়ক ইনিংস ঘোষণা করেন ম্যাচে ফল পাওয়ার জন্য। যার ফলে ক্যারিয়ারের প্রথম দ্বিশত আর পাওয়া হলো না অজি ওপেনারের। খাজা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৯৫ রানে।

এদিকে তৃতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তেমন সুবিধাজনক অবস্থায় নেই দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা চলছে এখন। প্রোটিয়ারা শত রান তোলার আগেই ৪ উইকেট হারিয়ে বসেছে। এমন দ্বিশত রান করার আগে ইনিংস ঘোষণার নজির আছে ভারতের। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকার ১৯৪ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করেছিলেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব