সমুদ্র সৈকতে দখলদারিত্ব শুরু করেছে তাদের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম। রোববার, ৮ জানুয়ারি বিকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেন’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বাপার সহ সভাপতি পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম একথা বলেন।
তিনি বলেন, “২৩ বছর ধরে বাংলাদেশে পরিবেশ রক্ষায় কাজ করছে বাপা ও বেন। এতে সফলতাও এসেছে। কক্সবাজারের ঐতিহ্যবাহী নদী দখল দুষণ ও ইসিএ আইন অমান্য করে যারা সমুদ্র সৈকতে দখলদারিত্ব শুরু করেছে তাদের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রতিককালে অর্থনৈতিক উন্নয়ন অর্জন করছে এবং বহু রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি নির্মিত হয়েছে এবং হচ্ছে। কিন্তু দেশের পরিবেশের দ্রুত অবক্ষয় সাধিত হচ্ছে। এই অবক্ষয়ের চিত্র সর্বত্রই দৃশ্যমান। এর প্রধানতম দৃষ্টান্ত হলো দেশের নদ নদী ও জলাধারের পরিস্থিতি। বহু নদ নদী শুকিয়ে গেছে এবং দখল হয়ে গেছে। খাল, বিল, পুকুর, দীঘি, হাওর, বাওর হারিয়ে যাচ্ছে, যা কিছু অবশিষ্ট আছে তা আজ চরমভাবে দূষিত। পরিবেশের এই সামগ্রীক অবক্ষয় দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিকে ম্লান করে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়।”
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল ও পরিবেশ সমাবেশ জাতীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলমগীর কবির। বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি সাংবাদিক এইচ,এম এরশাদ, ফরিদুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক এইচ,এম নজরুল ইসলামসহ বিভিন্ন সাংগঠনিক শাখার নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব