০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিমানের ভাড়া-আনুষাঙ্গিক চার্জের নীতিমালা নির্ধারণে হাইকোর্টের রুল

দেশের ভেতরে বিমান চলাচল করার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ ও আনুষাঙ্গিক চার্জের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না এবং নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম শামীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, এক এক কোম্পানি একেক ধরনের ভাড়া নিচ্ছে। টিকিট বাতিল সংক্রান্ত চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি থাকে। তাই অভ্যন্তরীণ রুটে সরকারি বেসরকারি সব উড়োজাহাজের ভাড়াসহ সব চার্জ একই রকম নির্ধারণে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ ও সকল বেসরকারি বিমান কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বিমানের ভাড়া-আনুষাঙ্গিক চার্জের নীতিমালা নির্ধারণে হাইকোর্টের রুল

প্রকাশিত : ০২:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮

দেশের ভেতরে বিমান চলাচল করার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ ও আনুষাঙ্গিক চার্জের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না এবং নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম শামীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, এক এক কোম্পানি একেক ধরনের ভাড়া নিচ্ছে। টিকিট বাতিল সংক্রান্ত চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি থাকে। তাই অভ্যন্তরীণ রুটে সরকারি বেসরকারি সব উড়োজাহাজের ভাড়াসহ সব চার্জ একই রকম নির্ধারণে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ ও সকল বেসরকারি বিমান কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।