ঢাকা রাত ১:০৭, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শীতার্তদের মাঝে কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের কম্বল বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাবেক ছাত্র নেতা হাবিবুল্লাহ কামালের সার্বিক সহযোগিতায় সেচ্ছাসেবী সংগঠন কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে কম্বল বিতরণ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সাবেক ছাত্র নেতা হাবিবুল্লাহ কামাল।

কম্বল বিতরণ অনুষ্ঠানে কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আব্দুল গাফফার, সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, সহ-সাধারণ সম্পাদক রকিব, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল আলম বদরুল, সহ-সাধারণ সম্পাদক মাবরুর আহমেদ রানী ও সাংগঠনিক সম্পাদক আফফার রবিনসহ সেচ্ছাসেবীগণ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের নেতা মো. রুবেল, কুলিয়ারচর মৎস্য লীগের যুগ্ন আহবায়ক মো. সুজন মিয়া, যুবলীগ নেতা হিমেল, পৌর ছাত্রলীগ নেতা ওয়ালিদ আহমেদ রবিন, ছয়সূতী ইউনিয়ন ছাত্র নেতা জুম্মন বাছির মিয়া।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

এ বিভাগের আরও সংবাদ