বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে একদমই বাজে অবস্থায় রয়েছে ঢাকা ডমিনেটর্স। আসরে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় তুলে নিতে পেরেছে নাসির হোসেনের দল। দলটির প্লে-অফের স্বপ্ন একপ্রকার শেষই বলা যায়। রংপুর যেখানে ৪ জয় নিয়ে তালিকার চারে অবস্থান করছে সেখানে ঢাকা মাত্র ২ জয় নিয়ে অবস্থান করছে পয়েন্ট তালিকার তলানিতে। নাসির হোসেনের ঢাকার সামনে আর মাত্র ৪টি ম্যাচ বাকি রয়েছে।
এবারের টুর্নামেন্টের পরিবর্তে রাউন্ডে উঠার জন্য ঢাকাকে যারমধ্যে সব ম্যাচই জিততে হবে। আজ সোমবার, ৩০ জানুয়ারি মাস্ট উইন গেমে ঢাকা টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে রংপুরের বিপক্ষে।
ঢাকা ডমিনেটর্স একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, সালমান ইরশাদ, মিজানুর রহমান, উসমান গনি, তাসকিন আহমেদ, আমির হামজা, আল আমিন হোসেন।
রংপুর রাইডার্স একাদশ
মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহদি হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন পাটোয়ারী, রাকিবুল হাসান, মোহাম্মদ নওয়াজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হারিস রউফ, হাসান মাহমুদ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























