সিলেট স্ট্রাইকার্স নিজেদের শক্তি বাড়াতে ইতোমধ্যেই দলের সঙ্গে যুক্ত করেছেন আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব আর পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে। সিলেটের ফ্র্যাঞ্চাইঝির পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এই দুই বিদেশির যোগ দেওয়ার বিষয়টি।
দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে ভিড়িয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলো সিলেট স্ট্রাইকার্স। এরপরই যেন ভোজবাজির মতো পাল্টে গেলো সবকিছু। যেই সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে কারোর আশা ছিলো না মাশরাফির নেতৃত্বে চলতি বিপিএলে তারাই ছুটছে অদম্য গতিতে। শুরু থেকেই বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মাশরাফির দল, মাঝে একবার দুইয়ে নামলেও পরের ম্যাচেই আবার শীর্ষস্থানে ফিরেছে সিলেট। ১০ ম্যাচ খেলে ৮ জয় নিয়ে সবার আগে নিশ্চিত করেছে সুপার ফোর।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেই ছিলেন গুলবাদিন নাইব আর ইরফানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইঝি।
নতুন করে দুই বিদেশিকে দলে ভেড়ানোর কারণও অবশ্য রয়েছে। বিপিএল শেষ করার আগেই আসন্ন পিএসএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি। সেক্ষেত্রে সিলেটকে ছেড়ে দিতে হবে দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিমকে। তাদের ঘাটতি পূরণের জন্যই এবার নতুন দুই বিদেশিকে উড়িয়ে আনলো সিলেট।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























