আপনার ইউনিয়নের (ফুলতলা ইউপি) ও আপনার ওয়ার্ডের সকল জনগণের কাছে আগামী ৫ বছর আপনার নির্বাচনের পূর্বের ওয়াদানুযায়ী নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো মানুষের প্রত্যাশা পূরণের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি যেকোনো মতাবলম্বী হোননা কেন, রাষ্ট্রের চলমান উন্নয়ন কে স্বীকার করতে হবে। প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ও সাহসী নেতৃত্বে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশকে এগিয়ে নিচ্ছি। সদ্য সমাপ্ত জেলা প্রশাসক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তায় সকলকেই এগিয়ে আসতে হবে। গত বৃহস্পতিবার অপরাহ্নে জুড়ী উপজেলা পরিষদের সভা কক্ষে ফুলতলা ইউপির নবাগত ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং সদস্যাগণের শপথ বাক্য পাঠকরানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করানো শেষে প্রধান অতিথির বক্তৃতা প্রদান কালে উল্লেখিত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক “মীর নাহিদ আহসান”। ডিসি “নাহিদ আহসান” আরও বলেন, ফুলতলা ইউনিয়নেরও বাংলাদেশের উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ আছে। সুতরাং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদেরকে অর্জন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা “এম এ মোঈদ ফারুক” বলেন, আপনারা নির্বাচনের আগের প্রতিশ্রুতিনুযায়ী দূর্নীতিতে জড়াবেন না। সীমান্তবর্তী ইউনিয়ন “ফুলতলা” কে চোরাচালানীদের হাত থেকে রক্ষা করতে হবে।
সভাপতির বক্তব্যে সাম্প্রতিককালে যোগদানকৃত জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা “রঞ্জন চন্দ্র দে” বলেন “সরকারের যত ধরনের সুবিধা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হয় তার মূল দ্বার হলো ইউনিয়ন পরিষদ। কাউকে পেছনে ফেলে উন্নয়ন করা যায় না। সুতরাং জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছে, তাই জনগণের সহযোগিতায় এগিয়ে আসুন”।
স্বাগত বক্তব্যে ফুলতলা ইউপির সাম্প্রতিককালে নির্বাচিত এবং বৃহস্পতিবার শপথবাক্য পাঠকৃত চেয়ারম্যান “আবদুল আলিম” বলেন “প্রথমেই মনে রাখতে হবে, আমরা জনপ্রতিনিধিরা যেনো দূর্নীতি না করি। আমার মরহুম পিতা “ফৈয়াজ আলী” চেয়ারম্যানের বদৌলতে আজ আমি ফুলতলা ইউপির চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করতে পেরেছি। আজ থেকে ভারতীয় সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। উপস্থিত মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং উপস্থিত অতিথিবৃন্দ আপনারা আমার ফুলতলা ইউনিয়নের উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন”।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা “রঞ্জন চন্দ্র দে” এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা ” মোঃ জসিম উদ্দিন” এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “মোঃ মোশাররফ হোসেন”, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা। উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) “রতন কুমার অধিকারী” প্রমুখ।
০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
নির্বাচিত জনপ্রতিনিধিরা ভাবুন পাঁচ বছর পরে আবারো পরীক্ষা দিতে হবে: ডিসি মীর নাহিদ আহসান
-
হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার থেকে ঃ - প্রকাশিত : ০৫:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- 120
ট্যাগ :
জনপ্রিয়



















