১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

এবারের বইমেলায় উজ্জল জিসানের ‘হেমলতা’

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে উজ্জল জিসানের সামাজিক উপন্যাস ‘হেমলতা’। বইটি প্রকাশ করেছে বাংলানামা। প্রচ্ছদ করেছেন প্রতীক মাহমুদ। উপন্যাসটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা, যা সোহরাওয়ার্দী উদ্যানের ২১৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

ঔপন্যাসিক উজ্জল জিসান বলেন, ‘হেমলতা আমার প্রথম উপন্যাস। ২০০৭ সালে লালমনিরহাট কারাগারে থাকা হিন্দু ধর্মাবলম্বী হৈম ও মুসলিম ধর্মাবলম্বী সেকেন্দারের জীবনকাহিনি নিয়ে লেখা হয়েছে উপন্যাসটি। এতে কারাগার ও কারাগারের বাইরে থাকা দুটি নর-নারীর জীবনকে উপজীব্য করা হয়েছে। বাবা-মায়ের নির্যাতনের পাশাপাশি সমাজ কীভাবে তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তা আছে বইটিতে’।

তিনি আরও বলেন, ‘হেমলতার মানবাধিকার রক্ষায় কেউ এগিয়ে আসেনি। শেষে আশার বাতিঘর হয়েছিলেন একজন বিচারক। তার বিচারিক দক্ষতা বন্দিশালা থেকে মুক্ত করেছিল সেকেন্দারকে। কিন্তু হেমলতার মুক্তি মেলেনি। অনেক পরে মুক্তি মিললেও ততদিনে সেকেন্দার কোথায় গেছে তা জানে না হেমলতা’।

উজ্জল জিসান পেশায় সাংবাদিক। জন্মগ্রহণ করেন বগুড়ার শাহজাহানপুরের আমরুল ইউনিয়নে। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর উজ্জল জিসানের লেখালেখির প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। বর্তমানে ঢাকায় বাস করেন ঢাকায়। আর মন পড়ে থাকে গ্রামের সহজ সরল পরিবেশে।

ট্যাগ :

এবারের বইমেলায় উজ্জল জিসানের ‘হেমলতা’

প্রকাশিত : ০৪:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে উজ্জল জিসানের সামাজিক উপন্যাস ‘হেমলতা’। বইটি প্রকাশ করেছে বাংলানামা। প্রচ্ছদ করেছেন প্রতীক মাহমুদ। উপন্যাসটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা, যা সোহরাওয়ার্দী উদ্যানের ২১৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

ঔপন্যাসিক উজ্জল জিসান বলেন, ‘হেমলতা আমার প্রথম উপন্যাস। ২০০৭ সালে লালমনিরহাট কারাগারে থাকা হিন্দু ধর্মাবলম্বী হৈম ও মুসলিম ধর্মাবলম্বী সেকেন্দারের জীবনকাহিনি নিয়ে লেখা হয়েছে উপন্যাসটি। এতে কারাগার ও কারাগারের বাইরে থাকা দুটি নর-নারীর জীবনকে উপজীব্য করা হয়েছে। বাবা-মায়ের নির্যাতনের পাশাপাশি সমাজ কীভাবে তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তা আছে বইটিতে’।

তিনি আরও বলেন, ‘হেমলতার মানবাধিকার রক্ষায় কেউ এগিয়ে আসেনি। শেষে আশার বাতিঘর হয়েছিলেন একজন বিচারক। তার বিচারিক দক্ষতা বন্দিশালা থেকে মুক্ত করেছিল সেকেন্দারকে। কিন্তু হেমলতার মুক্তি মেলেনি। অনেক পরে মুক্তি মিললেও ততদিনে সেকেন্দার কোথায় গেছে তা জানে না হেমলতা’।

উজ্জল জিসান পেশায় সাংবাদিক। জন্মগ্রহণ করেন বগুড়ার শাহজাহানপুরের আমরুল ইউনিয়নে। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর উজ্জল জিসানের লেখালেখির প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। বর্তমানে ঢাকায় বাস করেন ঢাকায়। আর মন পড়ে থাকে গ্রামের সহজ সরল পরিবেশে।