বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পয়েন্ট তালিকার সেরা চার দলের প্লে-অফ ও ফাইনালসহ আর মাত্র চারটি ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল রোববার থেকেই বিপিএলের শেষ চারের খেলা। শনিবার, ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নকআউট পর্বে প্লে অফের প্রথম দুই ম্যাচের জন্য টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে। যেখানে গ্রুপ পর্বের চেয়ে প্লে অফে সবগুলো ক্যাটাগরিতেই টিকেটের দাম সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
বিসিবি কর্তৃক নির্ধারিত নতুন মূল্য অনুসারে, দর্শকদের সর্বনিম্ন দামের টিকিট আগে যেখানে ২০০ টাকা ছিল, তা এখন কিনতে হবে ৩০০ টাকায়। এছাড়া সর্বোচ্চ দামের গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের নতুন মূল্য ২০০০ টাকা, যা আগে ছিল ১৫০০ টাকা।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।
বিপিএলের খেলা দেখতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। আজ ও কাল ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। রোববার, ১২ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মিরপুরে এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























