রাজধানীর ভাটারায় অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই এলাকার একটি বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভাটারা থানার ওসি কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাত ওই যুবক পাঁচতলা ভবনে উঠে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


























