নোয়াখালীর চাটখিলে ২ নং রামনারায়ণ পুর ইউনিয়নে লকচুয়া বালিয়াধর ইটপুকুরিয়া খালের ইটপুকুরিয়া হতে লোহারপুল এলাকাতে পানি উন্নয়ন বোর্ডের নামে মাটি কেটে নেওয়ার টেন্ডার দেওয় এবং চকিদার কতৃক আগামী ৫ ই মার্চের মধ্যে বসতবাড়ি চাষবাস সরানোর মাইকিংয়ের প্রতিবাদ ও টেন্ডার বাতিলে দাবিতে বিক্ষোভ করেছে এলাকার কৃষক সাধারণ জনতা এবং জনপ্রতিনিধিগন।
২ মার্চ(বৃহস্পতিবার) বিকেল ৩ টায় স্থানীয় পাটোয়ারী বাড়ির দরজা এলাকায় শতাধীক কৃষক এই বিক্ষোভে অংশ নেন,বিক্ষোভ কারীরা জানান,গত ১ বছর আগেও এই খালটি পুনঃ খনন করেন জেলা পানি উন্নয়ন বোর্ড,এবং এর খননকৃত মাটি কৃষকদের জমির উপর রাখে,কৃষকরা সেই মাটি সমান করে সেখানে ফসল ও বিভিন্ন গাছপালা লাগিয়ে দেয়,কিন্তু হঠাৎ করে গত ২ দিন আগে পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে এলাকায় মাইকিং করে জানানো হয় এই মাটি টেন্ডার দেওয়া হয়েছে এবং মাটি ঠিকাধাররা তুলে নেবেন,আর এতে কেউ বিরোধ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমন ঘোষণা শোনার পর তাদের মাথায় আকাশ ভেংগে পড়ে,বিক্ষুব্ধ হয়ে তারা এর প্রতিবাদ করে, ইউএনওর কাছে লিখিত প্রতিবাদ জানায়,বিক্ষোভ মিছিলে কৃষকরা জান দেবো কিন্তু আমাদের মাটি নিতে দেবোনা সহ নানারকম শ্লোগান দিতে দেখা যায়।
এদিকে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এই টেন্ডার বাতিলের জন্য চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা কে নিদেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব