০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪

মসজিদের ভীতর গলায় দড়ি দিয়ে ইমামের আত্মহত্যা

মসজিদের ভীতর গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ইমামের লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসষ্টান্ড সংলগ্ন উত্তরপাড়া নূর জামে মসজিদে। মৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার পুত্র ইমাম মাওলানা ইস্রাফিল হোসেন(৩৫)। সে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) মাগরিবের নামাজের পরে ওই মসজিদের ভিতরে ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দেওয়া লাশ উদ্ধার করেন পুলিশ। স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই মসজিদের বাহিরে চলে যায়। তাদের ধারনা এই সুযোগে ইমাম সাহেব গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করতে পারেন। এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইস্রাফিল গলায় দড়ি দিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষনিক শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়।

শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

গরিবের জন্য লাগে মন্ত্রীর সুপারিশ – রাজনৈতিক ও প্রভাবশালীর ঘরে ঘরে নলকূপ

মসজিদের ভীতর গলায় দড়ি দিয়ে ইমামের আত্মহত্যা

প্রকাশিত : ০৩:১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

মসজিদের ভীতর গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ইমামের লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসষ্টান্ড সংলগ্ন উত্তরপাড়া নূর জামে মসজিদে। মৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার পুত্র ইমাম মাওলানা ইস্রাফিল হোসেন(৩৫)। সে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) মাগরিবের নামাজের পরে ওই মসজিদের ভিতরে ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দেওয়া লাশ উদ্ধার করেন পুলিশ। স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই মসজিদের বাহিরে চলে যায়। তাদের ধারনা এই সুযোগে ইমাম সাহেব গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করতে পারেন। এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইস্রাফিল গলায় দড়ি দিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষনিক শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়।

শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব