রাজধানীর গুলশান এলাকা থেকে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহেরা বানু (৭০)। শুক্রবার রাত ৮টার দিকে গুলশান-২ এর ৬২ নম্বর বাড়ির ৫ তলা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে পুলিশ কিছু খুঁজে পায়নি।
পুলিশ জানিয়েছে মরদেহটি উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত শাহেরা ওই বাসায় ৩৬ বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন। বাসার মালিক বিদেশে থাকেন।
গুলশান থানা পুলিশের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে গুলশান থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।


























