আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শুধু পার্টিইজম-ই করে। তাদের টার্গেট হচ্ছে যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে কিন্তু দেশের মাদক, জঙ্গি, সন্ত্রাসের বিরুদ্ধে একটি কথাও বলে না।
শনিবার (১২ মে) ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মিলনায়তনে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।
তিনি বলেছেন, বিএনপি দেশের অর্জনকে স্বীকৃতি দিতে ছোট মনের পরিচয় দিয়েছে। তারা দেশের সাফল্য নিয়ে গর্ব করে না। তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ সরকারের অর্জন অস্বীকার করতে গিয়ে বিএনপি দেশের অর্জন ও সাফল্যকে অস্বীকার করছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেন, বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে।
সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মালয়েশিয়ার নির্বাচন থেকে আপনারা (বিএনপি) শিক্ষা নিন। আপনাদের দুর্নীতির কারণে ২০০৮ সালে আমরা ক্ষমতায় এসেছিলাম। আপনাদের শিক্ষা হয়নি।
‘আপনাদের দলের চেয়ারপারসন দুর্নীতিগ্রস্ত। আপনারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনের দুর্নীতির কথা দেশের মানুষ ভুলে যায়নি। দুর্নীতি আর বিএনপি সমর্থক এটা সবাই জানে।’
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশে বসে বিএনপির এক নেতা ফেসবুক লাইভে এসে বলেন, সেই কবে নাকি জিয়াউর রহমান স্যাটেলাইটের স্বপ্ন দেখেছিলেন। কয়েকদিন পর বলবে পদ্মাসেতুও জিয়ার স্বপ্ন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সেমিনারে দলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনর রশিদ, জাতীয় প্রেসক্লাবে সভাপতি শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
























