ঢাকা রাত ২:৪৭, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভালুকায় শিল্প পুলিশের মতবিনিময় সভা

ময়মনসিংহের ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের বেতন বোনাস যেন সঠিক সময়ে প্রদান করা হয় এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, শাবাব ফেব্রিকসের সিনিয়র ম্যানেজার সোহেল রানা, লুপডট ফ্যাশনের ম্যানেজার মো. তানভীর আহাম্মেদ, আইডিয়াল স্পিনিং মিলসের এজিএম মো. শামসুল আলম, প্যাট্রিয়ট স্পিনিং মিলস ম্যানেজার হুমায়ুন কবির প্রমুখ।

এসময় ওই মতবিনিময় সভায় বিভিন্ন শিল্পকারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও সংবাদ