০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মনিরা মিঠুর বাসায় চুরি, তদন্ত প্রতিবেদন ২৬ মে

মনিরা মিঠু

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় গৃহকর্মী কণা কাজে যোগদানের ৬ দিন পরই নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছেন। গেল ২ এপ্রিল বাসায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাতেই কণাকে আসামি করে মামলা করেছেন।

গত সোমবার এ মামলার এজাহার আদালতে আসার পর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন আগামি ২৬ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন।

মামলা থেকে জানা গেছে, মনিরা মিঠুর বাসায় গৃহকর্মী তামান্না। তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় গত ২৭ মার্চ কণাকে মাসিক ৩ হাজার টাকা বেতনে কাজে নেওয়া হয়। কণাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে বলা হয়। তিনি দেবেন বলে জানালেও দেননি।

গত ১ এপ্রিল মনিরা মিঠু, বড় ছেলে মুশফিকের স্ত্রী এবং ছোট ছেলে পানিশূন্যতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন বাসায় ছিলেন গৃহকর্মী কণা। পরের দিন দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে যান মুশফিকের ছোট ভাই। এসময় গৃহকর্মী কণাকে বাসায় রেখে যান। হাসপাতাল থেকে এসে কণাকে বাসায় দেখতে পান। তখন মুশফিকের ছোট ভাই বাথরুমে ঢোকেন। এর ফাঁকেই গৃহকর্মী কণা নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চলে যান। বাথরুম থেকে বের হয়ে গৃহকর্মী কণাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়ে দেখেন, কণা মূল গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। ডাক দিলে দৌঁড়ে পালিয়ে যান। তৎক্ষণাৎ রুমে গিয়ে দেখেন, টাকা ও স্বর্ণালংকার নেই।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

মনিরা মিঠুর বাসায় চুরি, তদন্ত প্রতিবেদন ২৬ মে

প্রকাশিত : ০৫:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় গৃহকর্মী কণা কাজে যোগদানের ৬ দিন পরই নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছেন। গেল ২ এপ্রিল বাসায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাতেই কণাকে আসামি করে মামলা করেছেন।

গত সোমবার এ মামলার এজাহার আদালতে আসার পর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন আগামি ২৬ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন।

মামলা থেকে জানা গেছে, মনিরা মিঠুর বাসায় গৃহকর্মী তামান্না। তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় গত ২৭ মার্চ কণাকে মাসিক ৩ হাজার টাকা বেতনে কাজে নেওয়া হয়। কণাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে বলা হয়। তিনি দেবেন বলে জানালেও দেননি।

গত ১ এপ্রিল মনিরা মিঠু, বড় ছেলে মুশফিকের স্ত্রী এবং ছোট ছেলে পানিশূন্যতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন বাসায় ছিলেন গৃহকর্মী কণা। পরের দিন দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে যান মুশফিকের ছোট ভাই। এসময় গৃহকর্মী কণাকে বাসায় রেখে যান। হাসপাতাল থেকে এসে কণাকে বাসায় দেখতে পান। তখন মুশফিকের ছোট ভাই বাথরুমে ঢোকেন। এর ফাঁকেই গৃহকর্মী কণা নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চলে যান। বাথরুম থেকে বের হয়ে গৃহকর্মী কণাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়ে দেখেন, কণা মূল গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। ডাক দিলে দৌঁড়ে পালিয়ে যান। তৎক্ষণাৎ রুমে গিয়ে দেখেন, টাকা ও স্বর্ণালংকার নেই।

বিজনেস বাংলাদেশ/ dh