সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে কেরানীহাট
নিউমার্কেটের বেশকিছু কাপড় ও জুতার দোকানে দ্রব্যমূল্য নিয়ে কারচুপি প্রমাণিত হয়। ক্রয়মূল্যের চেয়ে শতভাগেরও বেশি মূল্যে পণ্য বিক্রি, বিক্রিত পণ্যে ক্রেতাকে ক্যাশ মেমো না দেয়া, ঈদ উপলক্ষে মূল্য বৃদ্ধি করে প্রাইস ট্যাগ লাগানো, পণ্যে ব্র্যান্ডের ট্যাগ বসানো, বিক্রিত পণ্যের যথাযথ ভ্যাট জমা না দেওয়া, ডিলিং লাইসেন্স না থাকা ইত্যাদি অন্যতম। যা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ভোক্তাকে প্রতারণার শামিল এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এসব বিভিন্ন অপরাধে নাকফুল শপিং মলকে ১ লক্ষ টাকা, আম্মাজান পাঞ্জাবি হাউসকে ৫০ হাজার টাকা, Antique শপিং হাউসকে ৩০ হাজার টাকা, শৈল্পিক দোকানকে ২০ হাজার টাকা, Westwood দোকানকে ১০ হাজার টাকা, সু-বাজার ১০ হাজার টাকা সর্বমোট ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, উক্ত অভিযানে সহযোগিতা করেন র্যাব-১৫
এর সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















