রাজধানীর শাহবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুন্নবী নামের এক হকারের মৃত্রু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহবাগের বারডেম হাসপাতালের সামনের ফুট ওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবী চাঁদপুর জেলার মুন্সিহাট গ্রামের মোস্তফা মজুমদারের ছেলে।
নিহত নুরুন্নবী ঢাকার চকবাজার উর্দু রোডে একটি ভাড়া বাসায় থাকতো এবং শাহবাগ এলাকায় ফুটওভার ব্রিজের ওপর কসমেটিকসের ব্যবসা করতো।
নিহত নুরুন্নবীর ছোটভাই শাহপরান জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও বাসা থেকে ফুটওভার ব্রিজের ওপরের দোকানে যান এবং নেশাগ্রস্থ এক ব্যক্তিকে দোকানের সামনে থেকে সরে যেতে বলেন। এ সময় ওই ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নুরুন্নবীর মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এদিকে, ছুরিকাঘাতকারী ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সে একজন পেশাদার ছিনতাইকারী।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


























