শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানির শেয়ারের দাপটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে ৬ মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার (২৮ মে) ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৭৪ কোটি টাকা, যা গত বছর ৮ নভেম্বর স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৪ কোটি টাকা।
রোববার ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে সকালে লেনদেনের শুরু থেকে প্রধান সূচকের বড় লাফ দেখা গেছে। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে যায়। এ সময় লেনদেন হয়েছিল সাড়ে ৫০০ কোটি টাকায়। এরপর সারাদিন লেনদেন ইতিবাচক ধারায় চলতে থাকে। ফলে দিন শেষে ডিএসইতে আগের দিন বৃহস্পতিবারের চেয়ে ১৪. ১৫ পয়েন্ট সূচক বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩৯.৮৮ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ৪৭ পয়েন্ট এবং লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা।
ডিএসইতে রোববার ৩৬১ কোম্পানির ২২ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৭১২টি শেয়ার ও ইউনিট ঢান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৭৭টির এবং অপরিবতিত রয়েছে ১৮২টির দাম।
ডিএসইতে রোববার প্রধান সূচক ডিএসইএক্স ১৪.১৫ পয়েন্ট বেড়ে ৬৩৩৯.৮৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই শরিয়া সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে ১৩৭১.০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৯ পয়েন্ট বেড়ে ২১৯৯.৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর এদিন ডিএসইতে লেনদন হয়েছে ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট ফান্ডের, যা ডিএসইতে গত সাগে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছর ৮ নভেম্বর লেনদেন হয়েছিল এক হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা।
রোববার ডিএসইতে লেনদেন শীর্ষ অবস্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। এরপর রয়েছে নাভানা ফামাসিউটিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং, লাফার্জ হোলসিম, সি পার্ল হোটেল এন্ড স্পা, বাংলাদেশ শিপিং করপোরেশন, প্রভাতি ইন্সুরেন্স, জেএমআই হসপিটাল, রুপালী লাইফ ইন্সুরেন্স এবং মেঘনা লাইফ ইন্সুরেন্সের শেয়ার।
ডিএসইতে রোববার বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫০টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত ছিল ৩টি কোম্পানির শেয়ারের দাম।
অপর শেয়ার বাজার সিএসইতে প্রধান সূচক ৪৭.৪৭ পয়েন্ট বেড়ে ১৮৬৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৪৭ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে৮৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবতিত রয়েছে ১০৭ টির শেয়ার ও ইউনিটের দাম। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা।

























