আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির মনোনীত প্রার্থী হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে এই সিদ্ধান্তকে ঘিরে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকরা। তাদের দাবি, যাচাই-বাছাই প্রক্রিয়ায় সমতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট প্রার্থীর ক্ষেত্রে নমনীয়তা দেখালেও অন্যদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে মনোনয়ন বৈধ ষোণার সময় হাসানাত আবদুল্লাহ ও তার সমর্থকরা জেলা রির্টানিং কর্মকর্তার কার্য়ালয়ে উপস্থিত ছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষনার পর সাংবাদিকদের উদ্দেশ্য হাসানাত আবদুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্ধি প্রার্থীর প্রতি ঋণখেলাপির অভিযোগ আনলেও তা আমলে নেয় নি প্রশাসন। সে জন্য তিনি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।
ডিএস./





















