০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

নির্বাচনকে বিতর্কিত করা বিএনপির অভ্যাস: বাণিজ্যমন্ত্রী

‘পুলিশ প্রশাসন ভালো কাজ করেছে। খুলনায় চমৎকার একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। দুর্ভাগ্য, আমাদের দেশে বিএনপি নামক একটি দল আছে যে দলটি সব সময় বলে নির্বাচন ভালো হয়নি। বিএনপির একটি অভ্যাস নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া।’

আজ শুক্রবার ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে ভোলা পুলিশ লাইন্সে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, কেউ যদি না করে সেটা তাদের ব্যাপার। তারা ভুল করবে। ৭০ সনে মওলানা ভাসানী সাহেব বড় নেতা ছিলেন। নির্বাচন না করার কারণে সেই দলের আজ কোনো অস্তিত্ব নেই। একই অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি যদি তারা নির্বাচন না করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের কথার সমর্থন করে মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন না করার একটি পাঁয়তারা করছে। এ নির্বাচন যদি তারা না করে তাদেরই ক্ষতি হবে।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতায় আজ বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট ক্লাবের একজন গর্বিত সদস্য। আজ আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হতে চলেছি। ব্যাপক উন্নয়ন হয়েছে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা ৩ আসনের মাননীয় সংসদ নূরনবী চৌধুরী শাওন এমপি, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নির্বাচনকে বিতর্কিত করা বিএনপির অভ্যাস: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১১:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮

‘পুলিশ প্রশাসন ভালো কাজ করেছে। খুলনায় চমৎকার একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। দুর্ভাগ্য, আমাদের দেশে বিএনপি নামক একটি দল আছে যে দলটি সব সময় বলে নির্বাচন ভালো হয়নি। বিএনপির একটি অভ্যাস নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, প্রশ্নের মধ্যে ফেলে দেওয়া।’

আজ শুক্রবার ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে ভোলা পুলিশ লাইন্সে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, কেউ যদি না করে সেটা তাদের ব্যাপার। তারা ভুল করবে। ৭০ সনে মওলানা ভাসানী সাহেব বড় নেতা ছিলেন। নির্বাচন না করার কারণে সেই দলের আজ কোনো অস্তিত্ব নেই। একই অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি যদি তারা নির্বাচন না করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের কথার সমর্থন করে মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন না করার একটি পাঁয়তারা করছে। এ নির্বাচন যদি তারা না করে তাদেরই ক্ষতি হবে।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষতায় আজ বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট ক্লাবের একজন গর্বিত সদস্য। আজ আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হতে চলেছি। ব্যাপক উন্নয়ন হয়েছে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা ৩ আসনের মাননীয় সংসদ নূরনবী চৌধুরী শাওন এমপি, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি প্রমুখ।