কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন মামা হোটেলের খাবারে মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে খাবারে মাছি পাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৩ তম আবর্তনের ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল শান্ত বলেন, ‘দুপুরে মামা হোটেলের খিচুড়িতে আমি মাছি পাই। এরপর হোটেল কর্তৃপক্ষকে ডেকে এটা দেখালে তারা প্লেটটি সরিয়ে নিয়ে যায়। এর আগেও একাধিকবার এই হোটেলের খাবারে ময়লা পাওয়ার ঘটনা শুনেছি।’
মামা হোটেলের মালিকের ছেলে সোহাগ হোসেন এ ব্যাপারে বলেন, ‘প্রথমত আমরা মামা হোটেল কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত নই। যে ফুটেজটি আমি দেখেছি সেটি সিরামিকের প্লেট মনে হচ্ছে। কিন্তু আমাদের মামা হোটেলে সিরামিক প্লেটের ব্যবহার নেই। তারপরেও আমরা এই বিষয়টিকে খতিয়ে দেখব এবং যদি এমন কোন কিছু হয়ে থাকে ভবিষ্যতে যাতে এমন কিছু না হয় সে দিকে খেয়াল রাখব।’
খাবারের দাম বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন’ ‘সাম্প্রতিক সময়ে যে খাবারের দাম বাড়ানো হয়েছিল তা হ্রাস করে আগের মূল্যে নিয়ে আসা হয়েছে। নতুন করে মূল্য তালিকা দেওয়া হয়েছে।’
প্লেটের বিষয়ে ভুক্তভোগী সাইফুল শান্তকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি যে প্লেটে খাবার খেয়েছি সেটি ম্যালামাইনেরই ছিল। মাছি দেখার সাথে সাথে আমি মামা হোটেলের স্টাফ রুবেল মামাকে বিষয়টি দেখাই।’

























