০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন করল নৃবিজ্ঞান বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত নৃবিজ্ঞান সোসাইটির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের উদ্যেগে এ তহবিল গঠন করা হয়েছে।

নৃবিজ্ঞান সোসাইটির তথ্যমতে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, বিভাগের অ্যালামনাইবৃন্দ, বিভাগের বর্তমান শিক্ষার্থীরাসহ যেকোনো ব্যক্তি এই তহবিলে অর্থ দান করতে পারবে। অর্থ প্রেরণের একাউন্ট নাম্বার – 1004846455। উক্ত তহবিলের সকল হিসাব বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টার দ্বারা পরিচালিত হবে এবং নৃবিজ্ঞান সোসাইটির কোষাধ্যক্ষ উক্ত একাউন্টের শুধুমাত্র তথ্য আদান প্রদানের অধিকার বিভাগীয় প্রধানের অনুমতি সাপেক্ষে রাখতে পারবেন।

শিক্ষার্থী কল্যাণ তহবিলের ফলে বিভাগের শিক্ষার্থীরা নানা সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন। এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার বলেন, অনেকসময় দেখা যায় কারো পরিবারে আর্থিক ঘাটতির ফলে তার পক্ষে সেমিস্টার ফি দেওয়াটাও কষ্টকর হয়ে যায়, আবার কেউ অসুস্থ হলে তার জন্য শিক্ষার্থীরা নিজেরা টাকা তুলে দিতে হয়। এই যে সমস্যাগুলো আমাদের ছিলো এগুলো এই কল্যাণ তহবিলের ফলে মিটবে বলে আশা করি।

এ ব্যাপারে নৃবিজ্ঞান সোসাইটির সভাপতি ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হক বলেন, ‘বিভাগে অনেক শিক্ষার্থী আছে যারা পড়ালেখা চালানোর ক্ষেত্রে অসচ্ছল আবার অনেকে কোন শারীরিক রোগের চিকিৎসা করাতে পারছে না। এই ফান্ড থেকে মূলত তাদের আমরা সাহায্য করবো। আপাতত আমরা বিভাগের যারা আছি তারা এখানে ডোনেট করবো। সামনে বিভিন্ন জায়গা থেকে ডোনেশন যেন আসে সেই বিষয়ে চিন্তা-ভাবনা করছি। ফান্ড বাড়লে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থাও করা হবে এই ফান্ড থেকে।’

এনথ্রোপলজি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন- নৃবিজ্ঞান ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ফারুক ভাই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলে আমরা একটি শিক্ষার্থী কল্যান তহবিলের প্রয়োজনীয়তা অনুভব করি। এরই পরিপ্রেক্ষিতে এনথ্রোপলজি সোসাইটির ৫ম কার্যনির্বাহী পরিষদে আমি এই তহবিল গঠনের প্রস্তাব জানাই। এরই ধারাবাহিকতায় আজ ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ সকলের সহযোগিতায় এই শিক্ষার্থী কল্যান তহবিল গঠন করতে পেরেছি। আশাকরি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই তহবিলের মাধ্যমে উপকৃত হবে। “

ট্যাগ :

রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির

শিক্ষার্থী কল্যাণ তহবিল গঠন করল নৃবিজ্ঞান বিভাগ

প্রকাশিত : ১১:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত নৃবিজ্ঞান সোসাইটির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের উদ্যেগে এ তহবিল গঠন করা হয়েছে।

নৃবিজ্ঞান সোসাইটির তথ্যমতে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, বিভাগের অ্যালামনাইবৃন্দ, বিভাগের বর্তমান শিক্ষার্থীরাসহ যেকোনো ব্যক্তি এই তহবিলে অর্থ দান করতে পারবে। অর্থ প্রেরণের একাউন্ট নাম্বার – 1004846455। উক্ত তহবিলের সকল হিসাব বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টার দ্বারা পরিচালিত হবে এবং নৃবিজ্ঞান সোসাইটির কোষাধ্যক্ষ উক্ত একাউন্টের শুধুমাত্র তথ্য আদান প্রদানের অধিকার বিভাগীয় প্রধানের অনুমতি সাপেক্ষে রাখতে পারবেন।

শিক্ষার্থী কল্যাণ তহবিলের ফলে বিভাগের শিক্ষার্থীরা নানা সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন। এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার বলেন, অনেকসময় দেখা যায় কারো পরিবারে আর্থিক ঘাটতির ফলে তার পক্ষে সেমিস্টার ফি দেওয়াটাও কষ্টকর হয়ে যায়, আবার কেউ অসুস্থ হলে তার জন্য শিক্ষার্থীরা নিজেরা টাকা তুলে দিতে হয়। এই যে সমস্যাগুলো আমাদের ছিলো এগুলো এই কল্যাণ তহবিলের ফলে মিটবে বলে আশা করি।

এ ব্যাপারে নৃবিজ্ঞান সোসাইটির সভাপতি ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আইনুল হক বলেন, ‘বিভাগে অনেক শিক্ষার্থী আছে যারা পড়ালেখা চালানোর ক্ষেত্রে অসচ্ছল আবার অনেকে কোন শারীরিক রোগের চিকিৎসা করাতে পারছে না। এই ফান্ড থেকে মূলত তাদের আমরা সাহায্য করবো। আপাতত আমরা বিভাগের যারা আছি তারা এখানে ডোনেট করবো। সামনে বিভিন্ন জায়গা থেকে ডোনেশন যেন আসে সেই বিষয়ে চিন্তা-ভাবনা করছি। ফান্ড বাড়লে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থাও করা হবে এই ফান্ড থেকে।’

এনথ্রোপলজি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন- নৃবিজ্ঞান ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ফারুক ভাই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হলে আমরা একটি শিক্ষার্থী কল্যান তহবিলের প্রয়োজনীয়তা অনুভব করি। এরই পরিপ্রেক্ষিতে এনথ্রোপলজি সোসাইটির ৫ম কার্যনির্বাহী পরিষদে আমি এই তহবিল গঠনের প্রস্তাব জানাই। এরই ধারাবাহিকতায় আজ ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ সকলের সহযোগিতায় এই শিক্ষার্থী কল্যান তহবিল গঠন করতে পেরেছি। আশাকরি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই তহবিলের মাধ্যমে উপকৃত হবে। “