নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরীর ফকির এ্যাপারেলস নামের পোশাক কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের দগ্ধ ৩৫ শ্রমিককর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর জেনারেল হাসপাতালের আবাসিক ম্যাডিক্যাল অফিসার এস কে ফরহাদ হোসেন জানান, আগুনে দগ্ধদের মধ্যে ১০ জনকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আর ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আগুন ও ধোয়ায় তাদের শ্বাসনারী ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি শরীরেও পুড়ে গেছে।
এর আগে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় উপজেলার বিসিক শিল্প নগীরর ওই ওই কারখানার আগুন বেলা ১১টা ২৫ মিনিটে নির্বাপন করতে সক্ষম হয়। আগুনে কারখানার কাপড়সহ মেশির পুড়ে গেছে।

























