রাজধানীতে ইস্টার্নব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তকর্মী খুনের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে নিহত শেখ তৌহিদুল ইসলাম নুরুন্নবীর বাবা শেখ আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই গোবিন্দ্র চন্দ্র সরকার মামলার বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সোমবার রাতে মামলা দায়ের করা হলেও কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে বলে দাবি করেন তিনি।
এর আগে সোমবার দুপুরে ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের সামনে থেকে নুরুন্নবীর লাশ উদ্ধার করে পুলিশ। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
নুরুন্নবীর গ্রামের বাড়ি বাগেরহাট থানার বাসাবাটি (রাজবল্লব) এলাকায়। তিনি এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকায় এসে নিরাপত্তাকর্মীর চাকরি নেন। বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান গ্লোব সিকিউরিটিতে তিনি কর্মরত ছিলেন।
এদিকে, ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) তাপস কুমার দাস জানান, আসামি গ্রেফতারের জন্য অভিযান চলছে। ইতোমেধ্য ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়েছে।


























