সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কাঁচাবাজার ও বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
(০৩ আগস্ট বৃহস্পতিবার) দুপুর ১ টায় কেরানী হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন দোকানে পণ্যের দাম, মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ যাচাই করা হয়। মূল্য তালিকা না থাকায় এবং অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুনির্দিষ্ট ধারায় ০২টি মামলায় মোট ৩,হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দোকানিদের পণ্যের দাম স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, এবং মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য সতর্ক এবং কাঁচাবাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ী সমিতির সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
উক্ত যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, ,
এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত, সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, পণ্যের দাম স্বাভাবিক রাখতে হবে ,মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করা সহ বিভিন্ন বিষয়ে দোকানদারদের সতর্ক করেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

























