রাশিয়ার মুসলিম প্রধান অঞ্চল দাগেস্তানের একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৭ জন। আহত হয়েছেন আরও ৭৫ রুশ। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানা গেছে। পেট্রোল স্টেশনটিতে প্রথমে আগুন লাগে এবং পরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা য়ায়নি।
রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, দাগেস্তানের রাজধানী মাখাচকালার একটি গাড়ি মেরামতের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন গিয়ে লাগে পাশে থাকা ওই পেট্রোল স্টেশনে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। বিস্ফোরণের পর দ্রুতই সেখানে চলে যায় দমকল কর্মীদের গাড়ি। কয়েক ডজন গাড়ি থেকে আগুন নেভানোর চেষ্টা চলে।
এছাড়া জরুরি পরিষেবার ২৬০ জনকে সেখানে পাঠানো হয়েছে।
হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে। প্রায় সাড়ে ছয় হাজার বর্গ ফুট এলাকায় আগুন লেগেছে। যেখানে দুর্ঘটনা হয়েছে, সেই জায়গাটা মস্কো থেকে এক হাজার ছয়শ কিলোমিটার দূরে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-প্রধান ভিক্টর ফিসেনকো ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দাগেস্তানে উড়ে গেছেন। রুশ সরকার জানিয়েছে, প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের সকলকেই বিশেষ ফ্লাইটে মস্কোতে এয়ারলিফট করা হবে।
বিজনেস বাংলাদেশ/ bh






















