মরক্কোর মধ্যাঞ্চলে ভয়াবহু ভূমিকম্পের পর যতই সময় গড়াচ্ছে, মৃতের সংখ্যা ততই বাড়ছে। এরই মধ্যে সেই সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০০-তে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার ৩৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে আরও এক হাজার ২০০ জন। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/bh






















