০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

মরক্কোয় ভূমিকম্প, হাজার ছাড়াল মৃতের সংখ্যা

মরক্কোর মধ্যাঞ্চলে ভয়াবহু ভূমিকম্পের পর যতই সময় গড়াচ্ছে, মৃতের সংখ্যা ততই বাড়ছে। এরই মধ্যে সেই সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০০-তে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার ৩৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে আরও এক হাজার ২০০ জন। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

স্কুল শিক্ষার্থীকে গলা কেটে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর আসামি মিলন মল্লিক’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

মরক্কোয় ভূমিকম্প, হাজার ছাড়াল মৃতের সংখ্যা

প্রকাশিত : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

মরক্কোর মধ্যাঞ্চলে ভয়াবহু ভূমিকম্পের পর যতই সময় গড়াচ্ছে, মৃতের সংখ্যা ততই বাড়ছে। এরই মধ্যে সেই সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০০-তে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার ৩৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে আরও এক হাজার ২০০ জন। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/bh