গতবারের ‘পুজোর বাজার মেলা- ১’ সফল ভাবে সুসম্পন্ন হওয়ার পর এবার শুরু হতে যাচ্ছে ‘পুজোর বাজার মেলা- ২’। ইতোমধ্যে এই মেলার ঘোষণা দিয়েছে আয়োজক Linda Fatema Tuj Johra, খুলনার শিববাড়ি বিজয় গাথা কমিউনিটি সেন্টারে বসবে এই মেলা।
তিনি আজকের বিজনেস বাংলাদেশকে বলেন, ‘খুলনার নারী উদ্যোক্তাদের সাবলম্বী উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে, তাছাড়া সামনে পূজা রয়েছে সহজে কমদামে যাতে পুজোর পন্য সবাই কিনতে পারে এই জন্যই এই মেলার আয়োজন। তিনি জানান, আগামী ১২, ১৩,১৪,১৫ অক্টোবর, এই চারদিন চলবে মেলা।
জানা গেছে, এবারের মেলায় থাকছে – বিভিন্ন ফ্লেভারের কেক, পিঠা, কাবাব সহ ভিন্ন স্বাদের মজার মজার খাবারের স্টল। দেশি বিদেশি ড্রেস,কসমেটিকস,জুয়েলারি, ব্যাগসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য স্বল্প মূল্যে।
প্রফেশনাল ফটোগ্রাফার দ্বারা ফটোশুট এর সুবর্ণ সুযোগ এবং ফটোশুট ও সেলফি তোলার জন্য অভাবনীয় রঞ্জিত সেলফিবুথ সম্পূর্ণ ফ্রি। মেলার মিডিয়া পার্টনার আজকের বিজনেস বাংলাদেশ ও Daily Women Bangladesh.
এছাড়া ও নিজেকে প্রফেশনাল ভাবে সাজাতে চাইলে পাচ্ছেন বিউটি এক্সপার্ট। তাছাড়া বিভিন্ন স্টল মেলা উপলক্ষে আপনাদের দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার শুধুমাত্র পুজোর বাজার মেলাতেই।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















